বেগমগঞ্জে খাল থেকে বাবুর্চির সহকারীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়নের খাল থেকে নিখোঁজের ৯ দিন পর মো. খোকন হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. খোকন হোসেন লক্ষ্মীপুর সদর থানার মজুপুর গ্রামের সর্দার বাড়ির আব্দুল ওহাবের ছেলে। তিনি আমানউল্লাহপুর ইউনিয়নের বেদে পল্লিতে থাকতেন এবং বাবুর্চির সহকারী হিসেবে কাজ করতেন।
আরও পড়ুননিহতের ছেলে সিএনজি চালক রাব্বি বলেন, আমার বাবা বেদে পল্লীতে থাকতেন আর বাবুর্চির সহকারী হিসেবে ডেকোরেশনে কাজ করতেন। তিনি তিন বিয়ে করেছেন। আমাদের মা মরিয়ম বেগম গত ১২ নভেম্বর বাবাকে না পেয়ে নিখোঁজ ডায়েরি করেন। বৃহস্পতিবার সকালে পূর্ব চন্দ্রগঞ্জ বুড়া হুজুরের মসজিদের উত্তর পাশে ওয়াপদা খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, স্থানীয়রা একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে বেগমগঞ্জ মডেল থানা পুলিশকে অবহিত করলে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের সন্তানেরা তাদের পিতা বলে শনাক্ত করে। বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
মন্তব্য করুন