মানিকগঞ্জে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
_original_1732020636.jpg)
মানিকগঞ্জের শিবালয় উপজেলার একটি কৃষি জমি থেকে নূরজাহান বেগম (৩৩) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার শিবালয় সদর ইউনিয়নের ছোট বোয়ালীপাড়া এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
তিন সন্তানের জননী নূরজাহান বেগম ছোট বোয়ালীপাড়া এলাকার কাঠ ব্যবসায়ী এখলাছ উদ্দিনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মজিবর রহমান বলেন, স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে ওই গৃহবধূর গলাকাটা মরদেহ তাদের বাড়ির পাশের কৃষি জমি (ঘাস চাষ করা জমি) থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুনএটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়ে তদন্ত ওসি মজিবুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
খুব অল্প সময়ের মধ্যেই নূরজাহান হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে হত্যাকাণ্ডে জড়িত সকলকে আইনের আওতায় আনতে সকল প্রকারের চেষ্টা চলমান রয়েছে বলেও মন্তব্য করেন মজিবর রহমান।
মন্তব্য করুন