ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

মামলা থেকে বাঁচতে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলন

মামলা থেকে বাঁচতে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলন। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : প্রকৃত সত্য আড়াল করতে মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ার বক্তব্য উপস্থাপন করার প্রতিবাদে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) জেলার শিবগঞ্জ উপজেলার কুলিবাজিত এলাকার নারগিছ বেগম এই সংবাদ সম্মেলন করেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ এপ্রিল শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ প্রেস ক্লাবের কথিত এক সাংবাদিকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় যে ছবিসহ বক্তব্য উপস্থাপিত হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত, প্রকৃত ঘটনাকে আড়াল করার অসৎ উদ্দেশ্যে ওই সাংবাদিক নিজে বক্তব্য তৈরি করে প্রচার করেছেন।

প্রকৃত ঘটনা হচ্ছে-তিনি একজন গৃহিনী এবং তিনি আওয়ামী লীগের কোন মহিলা নেত্রী নন। তার মেয়েকে তার ভাই দেলোয়ার ও ছেলে ওবায়দুর রদহমান গত বছরের ১১ জুলাই স্কুল থেকে অপহরণ করলে তিনি বাদি হয়ে মামলা দায়ের করেন। আদালত ওই বছরের ৪ নভেম্বর মেয়েকে তার জিম্মায় প্রদান করলে বাড়িতে বসবাস করাবস্থায় ওবায়দুর ১ ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে সাড়ে তিন লাখ টাকা ও সোনার গহণাসহ মেয়েকে নিয়ে যায়।

আরও পড়ুন

তিনি এ ব্যাপারে আবারও আদালতে মামলা দায়ের করেন। শিবগঞ্জ থানা পুলিশ কর্তৃক তদন্তে সত্য রিপোর্ট আসায় ওই দুই মামলা থেকে বাঁচতে কথিত ওই সাংবাদিক আসামিদের মাধ্যমে প্রভাবিত হয়ে মিথ্যা ও ভিত্তিহীন বর্ণনায় সোশ্যাল মিডিয়ার বক্তব্য উপস্থাপন করছেন। তিনি এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস