ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশের প্রস্তুতি চূড়ান্ত

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশের প্রস্তুতি চূড়ান্ত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সমাবেশ। দুপুর ২টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই কর্মসূচি শুরু হবে। এরই মধ্যেই সমাবেশ ঘিরে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ নির্মাণ, ব্যানার-ফেস্টুন লাগানো, মাইকিং এবং প্রচারপত্র বিতরণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজ পুরোদমে চলছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন

জাতীয়তাবাদী শ্রমিক দল সমাবেশ থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ১২ দফা দাবি উত্থাপন করবে। দাবিগুলো নিয়ে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন শ্রমঘন এলাকায় প্রচারণা চালানো হয়েছে।

নয়াপল্টনে এই সমাবেশ ঘিরে এলাকায় যানচলাচল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শান্তিপূর্ণভাবে সমাবেশ পরিচালনার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্যমূলক সাক্ষাৎ

বগুড়ার আদমদীঘিতে এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

খামারি ও গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে : উপদেষ্টা ফরিদা আখতার