ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

সিরাজগঞ্জের চরে শীতকালীন সবজি চাষ দাম ভালো পাওয়ায় খুশি কৃষক

সিরাজগঞ্জের চরে শীতকালীন সবজি চাষ দাম ভালো পাওয়ায় খুশি কৃষক

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিস্তীর্ণ চর ভরে উঠেছে সবুজে। চরজুড়ে এখন বেগুন, মূলা, পালংশাক, শিম, মিষ্টি কুমড়া, শসা, লাউ, টমেটো, লাল শাক, বরবটি ও শসাসহ নানা ফসলের সমারোহ। সবজি ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। এবছর ব্যাপক বন্যার পরও শীতকালীন আগাম সবজি চাষ করে লাভবান হচ্ছেন চরাঞ্চলের কৃষকরা।

সবজি গ্রাম নামে খ্যাত উপজেলার ধুপুলিয়াচর, বাউশা চর উমারপুর ইউনিয়নের বিস্তীর্ণ চরভূমি ভরে উঠেছে সবুজ সবজিতে। মিনিদিয়া চরের কৃষক সামাদ মিয়া, ধুপুলিয়া গ্রামের মকছেদ আলী, সুলতান মিয়া, বাউশা গ্রামের আলিম ও সবুজ বলেন, এবার শীতকালীন সবজির দাম অনেক বেশি। তাই বন্যায় ক্ষতি হয়েছে সবজির দাম বেশি হওয়ায় তা কিছুটা কমানো সম্ভব হবে।

প্রতি বিঘা জমিতে মাত্র ৮-১০ হাজার টাকা খরচ করে লক্ষাধিক টাকার সবজি বিক্রি করছেন চাষিরা। চৌহালী উপজেলা(অতিরিক্ত) কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ সাব্বির আহমেদ সিফাত বলেন, এবছর উপজেলায় বন্যার পানি নামার সাথে সাথে আগাম সবজি চাষ করে ভালো ফলন পাচ্ছেন কৃষকরা।

আরও পড়ুন

আর সঠিক সময়ে কৃষক পর্যায়ে সার এবং বীজের সন্তোষজনক সরবরাহ থাকায় লাভবান হচ্ছেন তারা। বাজারদর ভালো থাকায় উৎপাদিত সবজি বিক্রি করে ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। এবার উপজেলায় ৭০ হেক্টর শাকসবজির চাষ হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতকে হারালেও যে আক্ষেপ রইলো লিটনের

দ্রুত ঐকমত্যে পৌঁছে নির্বাচন আয়োজন করতে হবে: তাহের

কক্সবাজারে বিমানের চাকা খুলে পড়া সম্পর্কে যা জানা গেলো

‘‘গণঅভ্যুত্থানের মর্ম হচ্ছে গণসার্বভৌমত্ব কায়েম করা’’ 

টানা ৪র্থ দিনের মতো নগরভবনে ইশরাকপন্থিরা, বন্ধ প্রধান ফটক

 ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশী তৈরি পোশাক রপ্তানি