ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

যাবজ্জীবন সাজার আসামিকে লাকসাম থেকে গ্রেপ্তার

যাবজ্জীবন সাজার আসামিকে লাকসাম থেকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক:    নারায়ণগঞ্জ থানায় ২০২০ সালে প্রায় পাঁচ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার নোয়াখালীর মো. কিরণ (৩৯) কে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। লাকসামে এসে আত্মগোপনে থেকে রাজমিস্ত্রীর পেশায় যোগ দেন তিনি। সেই পেশার আড়ালেও চলতো ইয়াবার কারবার। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েন তিনি৷

শনিবার (১৬ নভেম্বর) ভোরে লাকসাম থেকে তাকে গ্রেপ্তার করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার কিরণ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের মিরওয়ারিশপুর ভোলা বাদশা গ্রামের মুসলিম বেপারি বাড়ির আবু তাহেরের ছেলে।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা গেছে, কিরণ দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। তিনি ২০২০ সালে নারায়ণগঞ্জ থানায় পাঁচ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন। পরে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। তারপর থেকে তিনি লাকসামে এসে আত্মগোপনে চলে যান। সেখানে রাজমিস্ত্রীর পেশায় যোগ দেন তিনি। সেই পেশায় থেকেও ইয়াবা কারবারি চালিয়ে যান। শনিবার ভোরে লাকসাম থেকে তাকে গ্রেপ্তার করেন বেগমগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস, এসআই ফিরোজ, এসআই সুদীপ্ত ও সঙ্গীয় ফোর্স।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, যাবজ্জীবনের সাজা এড়াতে কিরণ রাজমিস্ত্রির পেশা বেছে নিয়েছিলেন। তিনি এই পেশার আড়ালেও মাদক কারবারি চালাতেন। যাবজ্জীবন সাজা ছাড়াও তিনি পাঁচ বছর ও তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাঘ দিবস : সংখ্যা বাড়লেও নানা সংকটে সুন্দরবনের বাঘ

গাজায় একদিনে অনাহারে ১৪, হামলা চালিয়ে ৮০ জনকে হত্যা 

দখলকৃত টিভি দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন ইশরাক : উপদেষ্টা আসিফ

মাইলস্টোন ট্র্যাজেডি : পাঠদান বন্ধ থাকবে শনিবার পর্যন্ত

৬.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল বঙ্গোপসাগরের তলদেশ

ক্ষমতায় গেলে শহীদ পরিবারদের পুনর্বাসন করবে বিএনপি: মির্জা ফখরুল