ভিডিও মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

বগুড়ার মোকামতলায় প্রতিপক্ষের ২শ’ কলার গাছ কেটে ফেলার অভিযোগ

বগুড়ার মোকামতলায় প্রতিপক্ষের ২শ’ কলার গাছ কেটে ফেলার অভিযোগ

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জের মোকামতলায় বিবাদমান জমি থেকে ২শ’ কলার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ওই বিবাদমান জমি নিয়ে ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, সোনাতলা উপজেলার রশিদপুর গ্রামের বাসিন্দা (সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার) আতাউল হক ১৪ বছর আগে মোকামতলার মুরাদপুর গ্রামের মহাসড়কের পাশে ৩৪ শতক জমি কিনে ভোগ দখল করতে থাকেন।

অপর দিকে ওই গ্রামের বাদশা মিয়া গং জমিটি তাদের বলে দাবি করে দখল করার চেষ্টা করতে থাকে। জমিতে গেলে আতাউল ও তার পরিবারের লোকজনকে মারপিট করে হুমকি দিতে থাকে। এরপর ওই জমি থেকে সোমবার রাতে বাদশা ও তার লোকজন ২শ’ কলার গাছ কেটে নিয়ে গিয়েছে বলে গতকাল মঙ্গলবার থানায় অভিযোগ করা হয়।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা আক্তার জানান, উভয় পক্ষকে তার কার্যালয়ে গত ৭ নভেম্বর ডাকা হয়েছিল। তবে বাদশা গং ওই জমি সংক্রান্ত তাদের স্বপক্ষে কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান জানান, কলার জমি থেকে কলার গাছ কেটে ফেলার অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান। বাদশা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের নারীদের শ্রদ্ধায় ঢাবিতে অনন্য ড্রোন শো

রংপুরের কাউনিয়ায় ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা যুবক গ্রেফতার

নাটোরের বাগাতিপাড়ায় সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

রাজাকার রাজাকার স্লোগানে ফের উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

বিচারিক আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি : হাইকোর্ট

বগুড়ার ধুনটে অপহৃত মাদরাসাছাত্রী পাঁচ দিন পর উদ্ধার, পল্লী চিকিৎসক গ্রেফতার