দিনাজপুরের চিরিরবন্দরে আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। কেউ কেউ তৈরি করছেন জমি আবার অনেকে বপণ করছেন আলু বীজ। উপজেলার বিভিন্ন ক্ষেতে গিয়ে দেখা যায়, উঁচু সমতল জমিতে ধান কেটে আগাম আলু চাষ করা হচ্ছে।
উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের কয়েকজন আলু চাষি বলেন, জমিতে আগাম জাতের ধান আবাদের পর আলু আবাদ শুরু করেছেন। তবে হঠাৎ করে বৃষ্টির ফলে জমি তৈরি করতে একটু দেরি হয়েছে। তারপরও উঁচু জমিগুলোতে আগাম আলুর বীজ বপণ করেছেন। বাজারে আলুর দাম বেশি হওয়ায় এবার ভাল দামের আশা করছেন তারা।
উপজেলা কৃষি অফিস জানায়, চলতি বছর ২ হাজার ৮৭০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বল্প মেয়াদি আগাম আউশ ও আমন ধান কাটা মাড়াই শেষ করে সেই জমিতে আগাম জাতের আলুর বীজ বপণের কাজ চলছে।
আরও পড়ুনউপ-সহকারী কৃষি কর্মকর্তা খাদেমুল ইসলাম, লাবনী আক্তার ও ফয়েজ হাসান বলেন, কৃষকগণ আলু আবাদের পর ওই জমিতে ভুট্টাসহ অন্যান্য ফসলের আবাদ করে থাকেন। জমি তৈরি থাকায় পরবর্তী আবাদের জন্য খরচ কম হয়। ফলে সেখানে অধিক লাভবান হচ্ছেন কৃষক।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিন বলেন, এ বছর থেমে থেমে বৃষ্টি হয়েছে ফলে আগাম জাতের আলু চাষের জন্য আশির্বাদস্বরুপ। গত বছরের তুলনায় এবছর আলু চাষের পরিমাণ বাড়বে। তিনি আরও বলেন- পুরো সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের মাঝামাঝি জুড়ে আগাম আলু বীজ বপণ করা হয়। আগাম আলু আনুমানিক ১৫০ হেক্টর জমিতে করা হচ্ছে।
মন্তব্য করুন