ভিডিও রবিবার, ১১ মে ২০২৫

গাজীপুরে কাভার্ডভ্যানচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

 গাজীপুরে কাভার্ডভ্যানচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিউজ ডেস্ক:  গাজীপুরের কালীগঞ্জে গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে আজমতপুর চৌরাস্তা এলাকায় কার্ভাডভ‍্যানচাপায় মোস্তাফিজুর রহমান (২০) ও নাহিদুল আকন্দ (২০) নামে দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক নিলয় খন্দকার (২১)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের নরুন গ্রামের সিরাজ উদ্দিন আকন্দের ছেলে ও নাহিদুল রফিকুল ইসলামের ছেলে। আহত নিলয় একই গ্রামের ছানাউল্লাহ খন্দকারের ছেলে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন।

আরও পড়ুন

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানায়, বৃহস্পতিবার ফুটবল খেলা দেখার জন্য তারা তিন বন্ধু মিলে মোটরসাইকেলে উপজেলার জামালপুর এলাকায় যাচ্ছিলেন। বিকেলে গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের আজমতপুর কেএন এন্টারপ্রাইজ পেট্রোল পাম্পের সামনে গেলে মোটরসাইকেলের চাক্কা স্লিপ খেয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় গাজীপুরগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোস্তাফিজুর নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হয় মোটরসাইকেলের চালক ও এক আরোহী। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নাহিদুলের অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় পরিবারের কোনো আপত্তি না থাকায় আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের স্বজনদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় দস্যুতা ও প্রতারণা মামলার আসামিসহ গ্রেফতার চার

বগুড়ার গাবতলীর পদ্মপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন দেশ সেরা

বগুড়ার দুপচাঁচিয়ায় ছাত্রলীগ সমর্থক সজিবের বিরুদ্ধে নাশকতা মামলা, জুলাই গেজেটে নাম প্রকাশ

অবশেষে নিষিদ্ধ হলো আওয়ামী লীগ

বগুড়ার শেরপুরে কৃষকের ভুট্টা লুটের অভিযোগ

সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি সূর্য দহনে পুড়ছে রাজশাহী