ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় প্রতিবন্ধী শিশু বায়েজিদ (১০) এর চলাচলের জন্য একটি হুইল চেয়ার দিলেন পাবনা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাকারিয়া খান মানিক (হোমিওপ্যাথিক)।জানা যায়, পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী হতদরিদ্র পরিবারের শিশুটির চলাফেরার জন্য তিনি একটি হুইল চেয়ার অভিভাবকের হাতে তুলে দেন।
গত শনিবার বিকেল ৫টার দিকে ভাঙ্গুড়া প্রেস ক্লাব চত্বরে ডা. জাকারিয়া হোসেন মানিক-এর পক্ষে ছোট ভাই সজীব হোসেন খান শিশুটির মায়ের কাছে হুইল চেয়ারটি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ ও স্থানীয় হোমিওপ্যাথিক চিকিৎসক ফরিদ সরকার। ওই শিশুটি উপজেলার দিলপাশার ইউনিয়নের পাছ বেতুয়ান গ্রামের হতদরিদ্র ইউনুস আলীর ছেলে। অর্থাভাবে প্রতিবন্ধী সন্তানকে হুইল চেয়ার কিনে দেওয়ার সামর্থ্য ছিল না দরিদ্র পরিবারের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।