ডাকসু নির্বাচনের দাবিতে উপাচার্যের বাস ভবনের সামনে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্রসংগঠন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ভিপি প্রাথী বিন ইয়ামিন মোল্লা, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক ও ভিপি প্রাথী জামাল উদ্দিন মো. খালিদ।
বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না। ডাকসু নির্বাচন ৯ তারিখেই দিতে হবে। কোনো আইনি জটিলতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আটকে রাখা যাবে না।”
আরও পড়ুনএসময় আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন এবং ডাকসু নির্বাচন নির্ধারিত তারিখে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
মন্তব্য করুন