ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

প্রাক মৌসুমের প্রথম ম্যাচেই হার দেখল রিয়াল

প্রাক মৌসুমের প্রথম ম্যাচেই হার দেখল রিয়াল, ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : প্রাক মৌসুমের প্রথম ম্যাচেই ইতালিয়ান ক্লাব এসি মিলানের কাছে হারের স্বাদ পেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) যুক্তরাষ্ট্রের শিকাগোতে এসি মিলানের কাছে ১-০ গোলে হারে আনচেলত্তির রিয়াল। এদিকে প্রীতি ম্যাচে জয় পেয়েছে দুই ইংলিশ ক্লাব লিভারপুল ও চেলসি।

শিকাগোর সোলজার ফিল্ডে মিলান ও মাদ্রিদের লড়াই দেখতে আসে অসংখ্য দর্শক। দুই দলের স্কোয়াডেই অনেক নিয়মিত মুখকে জায়গা দেয়া হয়নি। প্রথম হাফে দুই দলই লড়াই করে সমানে সমান। তবে গোল হয়নি। তবে দ্বিতীয় হাফে গোল পায় মিলান।

ম্যাচের ৫৫তম মিনিটে মিলানের হয়ে গোল করেন স্যামুয়েল চুকউয়েজে। সেই গোল আর শোধ করতে পারেনি রিয়াল। ফলে হার দিয়ে প্রাক মৌসুম শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা। আগামী ৪ আগস্ট বার্সেলোনার বিপক্ষে দ্বিতীয় প্রাক মৌসুম ম্যাচে নামবে রিয়াল মাদ্রিদ।

এদিকে প্রাক মৌসুমের ম্যাচে মুখোমুখি হয়েছে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও আর্সেনাল। প্রাক মৌসুমে বোর্নেমাউথের বিপক্ষে জয়ের পর টাইব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারে আর্সেনাল। বৃহস্পতিবার (১ আগস্ট) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতেও জয়ের দেখা পায়নি আর্তেতার দল। লিভারপুলের কাছে ২-১ গোলে হেরেছে তারা।

আরও পড়ুন

লিভারপুলের হয়ে গোল করেছেন মোহাম্মদ সালাহ এবং ফ্যাবিও কারভালহো। আর আর্সেনালের হয়ে একমাত্র গোলটি এসেছে কাই হাভার্টজের পা থেকে। আরেক ইংলিশ ক্লাব চেলসি সহজ জয় পেয়েছে মেক্সিকান ক্লাব আমেরিকার বিপক্ষে।

প্রথম হাফে এনকুনকু ও মার্ক গুই চেলসিকে এগিয়ে দেয়। আর দ্বিতীয় হাফে পেনাল্টি থেকে গোল করেন নোনি মাদুইয়েকে। প্রাক মৌসুমে এটি চেলসির প্রথম জয়। প্রথম দুই ম্যাচে রেক্সহ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্র ও সেল্টিকের কাছে ৪-১ গোলে হেরে যায় বøæজরা। আগামী ৪ আগস্ট ম্যানচেস্টার সিটির বিপক্ষে পরবর্তী প্রাক মৌসুমের ম্যাচ খেলবে চেলসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল 

প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন আ.লীগ নেতা

যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩ 

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের উপজেলা আমির নিহত

মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা

১৯ জুলাই রক্তক্ষয়ী সংঘর্ষে আন্দোলন রূপ নেয় অগ্নিশিখায়