ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর ইসরায়েলি হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর ইসরায়েলি হামলা, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। দেশটির আইতা আল-শাব, রাব এল- থালাথিন, আল আদ্দাউসিয়ে এবং খিয়ামেও হামলা চালিয়েছে দেশটি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলি বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল : জাজিরা।

ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ কেন্দ্র, রকেট লঞ্চার বহনকারী ট্রাক এবং তাদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে-সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। অন্যদিকে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীও এ নিয়ে কোনো মন্তব্য করেনি। হিজবুল্লাহর ড্রোন হামলায় এক সেনা আহত হয়েছে-এমন খবর প্রকাশের পরেই লেবাননের দক্ষিণাঞ্চলে রাতভর হামলা চালালো ইসরায়েল। ইসরায়েলের নতুন এ হামলার ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়লো। 

আরও পড়ুন

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। সেইসঙ্গে ২০ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে। গাজায় হামলার শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের ওপর হামলা শুরু করে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হুঁশিয়ারি দিয়েছে, গাজায় হামলা বন্ধ না হলে ইসরায়েলের ওপর তারা হামলা চালিয়ে যাবে। এরপর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। সম্প্রতি বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, দুই পক্ষের মধ্যে যেকোনো সময় পুরো মাত্রার যুদ্ধ শুরু হতে পারে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা স্বামীর 

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের দিনব্যাপী ‘দক্ষতা উন্নয়ন কর্মশালা’

সিইসির সঙ্গে বৈঠকে পাটোয়ারী-হাসনাত-সারজিসরা

বগুড়া সারিয়াকান্দিতে যুবকের রহস্যজনক মৃত্যু

‘এনবিআর নামের প্রতি মানুষের নেগেটিভ ধারণা রয়েছে, নামটি আর থাকবে না’

নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল