ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে : জাতিসংঘ

গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে : জাতিসংঘ,

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল। অপুষ্টির কারণে সাম্প্রতিককালে সেখানে আরও বেশ কিছু শিশুর মৃত্যু হতে পারে, এমন আশঙ্কার কথাও জানিয়েছেন তারা। মঙ্গলবার (৯ জুলাই) একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দলটি। খবর : রয়টার্স 

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, অন্তত ৩০ শিশু অপুষ্টিতে মারা গেছে। তাদের বেশিরভাগই গাজার উত্তরাঞ্চলের। ৭ অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। প্রথমে উত্তর গাজায় হামলা করলেও মে মাসের শুরু থেকে তা দক্ষিণ গাজায় ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের বিধিনিষেধের কারণে গাজায় ত্রাণ প্রবাহ ব্যাহত হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ত্রাণ প্রবেশে বাঁধা দেওয়ার অভিযোগে করেছে জাতিসংঘের সংস্থাগুলো। মঙ্গলবারের বিবৃতিতে ১১ জন অধিকার বিশেষজ্ঞের একটি দল মে মাসের শেষ থেকে খান ইউনিসের দক্ষিণাঞ্চল এবং দেইর আল-বালাহের কেন্দ্রীয় অঞ্চলে অপুষ্টিতে ১৩, ৯ এবং ছয় মাস বয়সী তিন শিশুর মৃত্যুর কথা উল্লেখ করেছে।

বিশেষজ্ঞরা বলেছেন, ‘মধ্য গাজায় চিকিৎসা সত্ত্বেও এই শিশুরা যে অনাহারে মারা গেছে এতে কোনও সন্দেহ নেই। উত্তর গাজা থেকে মধ্য ও দক্ষিণ গাজাতেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে।’ খাদ্য অধিকার সম্পর্কিত বিশেষ রিপোর্টার মাইকেল ফাখরিসহ বিশেষজ্ঞদের স্বাক্ষরিত একটি বিবৃতিতে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ইচ্ছাকৃতভাবে অনাহারকে অস্ত্রে হিসেবে ব্যবহারের’ নিন্দা করা হয়েছে। জেনেভায় ইসরায়েলের কূটনৈতিক মিশন বলেছে, বিবৃতিটির ‘তথ্য ভুল।’ তারা আরও বলেছে, ‘ইসরায়েল গাজা উপত্যকাজুড়ে মানবিক সহায়তা বিতরণে ক্রমাগত সমন্বয় এবং সহায়তা বাড়িয়েছে। সম্প্রতি গাজার পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের সঙ্গে দেশটি তার বিদ্যুতের লাইন সংযোগ করেছে।’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের দিনব্যাপী ‘দক্ষতা উন্নয়ন কর্মশালা’

সিইসির সঙ্গে বৈঠকে পাটোয়ারী-হাসনাত-সারজিসরা

বগুড়া সারিয়াকান্দিতে যুবকের রহস্যজনক মৃত্যু

‘এনবিআর নামের প্রতি মানুষের নেগেটিভ ধারণা রয়েছে, নামটি আর থাকবে না’

নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধি দল

শাহবাগে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের অবস্থান কর্মসূচি শুরু