৮ জুন শপথ নিতে পারেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক : টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ৮ জুন শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি। খবর : ইন্ডিয়া টুডে
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০ আসনে জয় লাভ করে। সরকার গঠনে দরকার ২৭২ আসন। ফলে দলটি এককভাবে সরকার গঠন করতে পারবে না। সরকার গঠনের জন্য জোটের ওপর নির্ভর করতে বিজেপিকে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট মোট ২৯৩ আসন পেয়েছে। অন্যদিকে, বিরোধী কংগ্রেস পেয়েছে ৯৯ আসন। কংগ্রেসের ‘ইন্ডিয়া’ জোট পেয়েছে ২৩৩ আসন।
আরও পড়ুননির্বাচনের ফলাফল পর্যালোচনা করতে আজ বুধবার দিনের প্রথম ভাগে কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী মোদি। বৈঠকে পরবর্তী সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকটি শুরু হয়। এটি মোদির দ্বিতীয় মেয়াদের সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক। মন্ত্রিসভা বর্তমান লোকসভা ভেঙে দেওয়ার সুপারিশ করবে। বর্তমান লোকসভার মেয়াদ ১৬ জুন শেষ হবে।
মন্তব্য করুন