ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

ফিলাডেলফি করিডোর ছাড়তে যে শর্ত দিলেন নেতানিয়াহু

ফিলাডেলফি করিডোর ছাড়তে যে শর্ত দিলেন নেতানিয়াহু, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ গাজা ও মিসরের মধ্যকার ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েল সেনা সরাবে না বলে সাফ জানালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে একটি শর্তে সেখান থেকে দেশটি সেনা সরাতে পারে বলেও জানান তিনি। 

বুধবার (৪ সেপ্টেম্বর) জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েল শুধু তখনই গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে যখন এমন নিশ্চয়তা দেওয়া হবে যে, ফিলাডেলফি করিডোরকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের জীবনরেখা হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। নেতানিয়াহু বলেন, ‘এমনটি না হওয়া পর্যন্ত আমরা সেখানে আছি।’

একটি চুক্তির প্রথম পর্যায়ে তথাকথিত ফিলাডেলফি করিডোর থেকে সেনাবাহিনী প্রত্যাহারের প্রত্যাখ্যানের পুনরাবৃত্তি করেছেন নেতানিয়াহু। চুক্তিটি ৪২ দিন স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলের দাবি, এই চুক্তির পর একটি স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য তাদেরকে এই নিশ্চয়তা দিতে হবে যে, যুদ্ধের পরে যারাই গাজা শাসন করুক না কেন তারা করিডোরটিকে হামাসের জন্য অস্ত্র ও সরবরাহ চোরাচালানের পথ হিসেবে ব্যবহার করতে বাধা দিতে সক্ষম। নেতানিয়াহু বলেছিলেন, ‘কাউকে সেখানে থাকতেই হবে।’

আরও পড়ুন

ইসরায়েলের ওপর হামাসের ৭ অক্টোবর হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাকে এমন কাউকে দেখান যিনি শুধু কাগজে, কথায় কিংবা স্লাইডে নয় বরং এটি করে দেখাবে যে, তারা আসলে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস সেখানে যা ঘটেছিল তার পুনরাবৃত্তি রোধ করতে সক্ষম।’ এসময় তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি বিবেচনা করতে উন্মুক্ত। তবে, এখনই এমনটি ঘটবে বলে আমার মনে হচ্ছে না।’

মিসরের সীমান্তবর্তী গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তে অবস্থিত ফিলাডেলফি করিডোর গাজায় যুদ্ধ থামাতে এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের দেশে ফিরিয়ে আনার একটি চুক্তির অন্যতম প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে। নেতানিয়াহু করিডোরের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য জোর দিয়েছেন। সেখানে ইসরায়েলি সেনারা কয়েক ডজন সুড়ঙ্গ আবিষ্কার করেছে। কর্মকর্তারা বলেছেন, সেগুলো হামাসকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে ব্যবহৃত হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল 

প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন আ.লীগ নেতা

যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩ 

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের উপজেলা আমির নিহত

মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা

১৯ জুলাই রক্তক্ষয়ী সংঘর্ষে আন্দোলন রূপ নেয় অগ্নিশিখায়