ভিডিও শনিবার, ১১ অক্টোবর ২০২৫

না ফেরার দেশে আর্জেন্টাইন কোচ মিগুয়েল রুশো

আর্জেন্টাইন কোচ মিগুয়েল রুশো

ইউরোপের নামিদামি কোনো ক্লাবের ডাগআউটে কখনো বসতে পারেননি মিগুয়লে অ্যাঞ্জেল রুশো। এরপরও কিংবদন্তি কোচ হিসেবেই মানা হতো তাঁকে। জীবনের শেষ বেলাতেও কোচিংই ছিল সাবেক আর্জেন্টাইন ফুটবলারের ধ্যান–জ্ঞান।

২০১৭ সালে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন রুশো। সেই ক্যান্সারের সঙ্গে লড়াই করে আর জেতা হলো না সাবেক ডিফেন্সিভ মিডফল্ডারের। গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যকালে রুশোর বয়স হয়েছিল ৬৯ বছর।

লানোস দিয়ে ১৮৮৯ সালে কাচিং ক্যারিয়ার শুরু করেন রুশো। এরপর দীর্ঘ ৩৬ বছরের কোচিং ক্যারিয়ারে রোজারিও সেন্ট্রাল, বোকা জুনিয়র্স, রেসিং ক্লাব, সান লরেঞ্জোর মতো আর্জেন্টিনার সব জনপ্রিয় ক্লাবের কোচিং করিয়েছেন তিনি। মূলত কোচিংয়ের জন্যই আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের চিরস্মরণীয় হয়ে থাকবেন রুশো।

সবচেয়ে বেশি পাঁচবার রোজারিও সেন্ট্রালের দায়িত্ব পালন করেছেন রুশো। বোকা জুনিয়র্সের সঙ্গেও তাঁর সম্পর্কটা দারুণ। গত জুনে তৃতীয়বারের মতো ক্লাবটির ডাগআউটে ফেরেন। রুশোর অধীনেই ক্লাব বিশ্বকাপ খেলেছে বোকা জুনিয়র্স।

আরও পড়ুন

শারীরিত অবস্থার অবনতি হওয়ায় বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন রুশো। এরপরও বোকা জুনিয়র্সের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাঁর। সুস্থ হয়ে আর ক্লাবে ফেরা হলো না রুশোর। কিংবদন্তি কোচের মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিবৃতিতে বোকা জুনিয়র্স লিখেছে, ‘রুশো আমাদের ক্লাবে এক অমোচনীয় চিহ্ন রেখে গেছেন। সর্বদা তিনি এই ক্লাবে আনন্দ, উষ্ণতা এবং নিষ্ঠার উদাহরণ হয়ে থাকবেন।’

রুশোর মৃত্যুতে বোকা জুনিয়র্স ও উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের সবাইকে 'সাহস' নামক একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখানোর জন্য রুশোকে ধন্যবাদ।’

১৯৮৩ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় রুশোর। দেশের জার্সিতে ১৭ ম্যাচ মাঠে নেমে একবার জালের দেখা পেয়েছেন তিনি। এছাড়া ক্লাব ক্যারিয়ার এস্তুদিয়েন্তেসের হয়ে ৪১৮ ম্যাচে ১১ গোল করেছেন রুশো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভিডিও বানানোর নামে হাত ধরছে, এটা কি ব্যবসা?’ | Agargaon Cake | Daily Karatoa

কিছু উপদেষ্টার থেকে প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকতে বললেন মিয়া গোলাম পরওয়ার | PR | Daily Karatoa

বাংলাদেশিদের সমাবেশে নিউ ইয়র্ক সিটি মেয়র প্রার্থী মামদানি

বাংলাদেশ-বাহরাইন বৈঠক: শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

লিসবনে প্রবাসীদের উৎসব, দূর দেশে আপনজন

কেক পট্টিখ্যাত আগারগাঁওয়ে চলছে পুলিশের অভিযান । cake | Daily Karatoa