বাংলাদেশ দলের হংকং যাত্রা

এশিয়ান কাপ বাছাইপর্বে ফিরতি ম্যাচ খেলতে হংকংয়ের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় লাল-সবুজের জার্সিধারীরা। ঘরের মাঠে হংকংয়ের কাছে পরাজয়ের পর এবার নিজেদের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই বিদেশের মাটিতে নামতে চায় জামাল ভূঁইয়ার দল।
সি গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে হংকং, ভারত ও সিঙ্গাপুর। ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে হারের পর বাংলাদেশের অবস্থান এখনো গ্রুপের তলানিতে। তবে সিঙ্গাপুর ও ভারতের ম্যাচ ড্র হওয়ায় কাগজে-কলমে এখনো টিকে আছে জামালদের মূল পর্বে ওঠার আশা।
ঘরের মাঠে হতাশাজনক হার দলকে কঠিন সমীকরণে ফেলেছে। এশিয়ান কাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশকে বাকি তিনটি ম্যাচেই জিততে হবে ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে।
কিন্তু শুধু তিন জয়ে কাজ শেষ হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের দিকেও। বিশেষ করে সিঙ্গাপুরের পারফরম্যান্স বাংলাদেশের ভাগ্য অনেকটাই নির্ধারণ করবে।
যদি সিঙ্গাপুর বাংলাদেশ ও অন্য কোনো ম্যাচে হার কিংবা ড্র করে, তাহলে লাল-সবুজদের জন্য মূল পর্বে ওঠার দরজা খুলে যেতে পারে। তবে সেই সঙ্গে ভারতকেও অন্তত একটি ম্যাচে পয়েন্ট হারাতে হবে।
বর্তমানে গ্রুপের শীর্ষে রয়েছে হংকং। তারা ইতোমধ্যে দুটি ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়ে এগিয়ে আছে। সিঙ্গাপুর দ্বিতীয় অবস্থানে, ভারত তৃতীয়, আর বাংলাদেশ তালিকার নিচে।
আরও পড়ুনবাংলাদেশ চাইবে হংকং যেন বাকি ম্যাচগুলোতেও জেতে শুধু বাংলাদেশের বিপক্ষে বাদে। এতে করে পয়েন্ট টেবিলে হংকং শীর্ষে থাকবে, আর অনুকূল ফলাফলে বাংলাদেশ দ্বিতীয় হয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে পারে।
হংকংয়ে পৌঁছে তিন দিনের অনুশীলনের সুযোগ পাবে জামাল ভূঁইয়ার দল। স্থানীয় আবহাওয়া ও মাঠের সঙ্গে মানিয়ে নিতে এই সময়টিকে কাজে লাগাতে চান কোচ ও খেলোয়াড়রা।
১৪ অক্টোবর হংকংয়ের মাঠে অনুষ্ঠিত হবে দু’দলের ফিরতি লড়াই। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাছাইপর্বের শেষ ম্যাচটি ২০২৬ সালের ৩১ মার্চ ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ঘরের মাঠে হারের হতাশা কাটিয়ে সামনে তাকাতে চান। তিনি বলেন, ঘরের মাঠে আমরা ভালো ফল পাইনি, কিন্তু সামনে সুযোগ আছে ঘুরে দাঁড়ানোর। সবাই জয়ের জন্য প্রস্তুত। আমরা আমাদের সামর্থ্যের সেরাটা দিতে চাই।
বাংলাদেশের জন্য এই তিনটি ম্যাচ এখন কার্যত ‘নকআউট পর্বের’ মতো। প্রতিটি জয়ই হতে পারে এশিয়ান কাপে খেলার টিকিট, আর সামান্য ভুলেই শেষ হয়ে যেতে পারে স্বপ্ন। তাই হংকং মিশনকে সামনে রেখে দৃঢ় প্রত্যয়ে এগোচ্ছে জামাল-হামজারা।
মন্তব্য করুন