ভিডিও শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৯ অক্টোবর, ২০২৫, ০৭:১৪ বিকাল

বাংলাদেশ-হংকং ম্যাচে মাঠে দর্শকদের উপচে পড়া ভিড়

বাংলাদেশ-হংকং ম্যাচে মাঠে দর্শকদের উপচে পড়া ভিড়

বাংলাদেশ-হংকং ম্যাচ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে এই ম্যাচ। মতিঝিল-পল্টন এলাকায় দেশের অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দপ্তর। আজ দুপুরের পর থেকেই কর্মব্যস্ত এলাকাটিতে দেখা গেছে ভিন্ন চিত্র। দৈনিক বাংলা মোড়, জিপিও, রাজউক ভবন সব দিকেই ফুটবল সমর্থকদের ভিড়। কেউ পতাকা হাতে কেউ আবার বাংলাদেশের হোম জার্সি গায়ে জড়িয়ে স্টেডিয়ামে আসছেন।
 
স্টেডিয়ামের গ্যালারি দর্শকদের জন্য খুলেছে বিকেল তিনটায়। পাঁচ ঘণ্টা আগেই দর্শকরা গ্যালারিতে এসেছেন। সিঙ্গাপুর ম্যাচের সময় টিকিট স্ক্যানিংয়ে বিলম্ব হয়েছিল। তবে আজ এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি।
 
গত ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ছিল হামজা চৌধুরীর প্রথম হোম ম্যাচ। সেই ম্যাচ দেখতে ঘণ্টা পাঁচেক আগে থেকে দর্শকরা গ্যালারিতে ঢুকতে লাইন দিয়েছিলেন। সেই লাইন আধ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছিল। গ্যালারিতে প্রবেশের পরেও দর্শকদের ভোগান্তি ছিল। গরমের মধ্যে পানি ছিল অপ্রতুল আবার পানির দাম ছিলও চড়া। এক লিটার পানি ৪০০ টাকাতেও বিক্রি হয়েছে।
 
দর্শকদের উপচেপড়া ভিড়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে এক পর্যায়ে গেট ভাঙার ঘটনা ঘটেছিল। আজ অবশ্য এখন পর্যন্ত সেই রকম কোনো পরিস্থিতি নেই। স্টেডিয়ামের মূল গেটে সামান্য লাইন থাকলেও ভেতরের অনেক গেটই ছিল নিরিবিলি। দুই ঘণ্টায় ৫০ জন দর্শক ঢুকেছে অনেক গেটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সাধারণ গ্যালারিতে হাজার পাঁচেক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
 
বাংলাদেশ-হংকং ম্যাচ উপলক্ষ্যে স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থাও অনেক। ফেডারেশনের সিকিউরিটির পাশাপাশি পুলিশও দায়িত্ব পালন করছে। রাষ্ট্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীও আন্তর্জাতিক ফুটবল ম্যাচের নিরাপত্তায় জাতীয় স্টেডিয়ামে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পাদক পরিষদ’র নতুন কমিটি গঠন

আরও ৯ জেলায় নতুন ডিসি

বগুড়ার গাবতলীর তোজাম হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডাদেশপ্রাপ্ত আসামি দুলুর জামিন নামঞ্জুর 

সৎ মানুষ তৈরি করতে নৈতিক শিক্ষা অত্যন্ত জরুরি

বাংলাদেশকে জেতাতে পারলেন না হামজা : জয় হাতছাড়া বাংলাদেশের

বগুড়ার গাবতলীতে বিএনপির নির্বাচনি  প্রচারণা ও কর্মী সভা অনুষ্ঠিত