ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৪ জুন, ২০২৫, ০৭:২৬ বিকাল

কারাগারে বিয়ের ৫ দিন পরই বাবা হওয়ার খবর পেলেন নোবেল

কারাগারে বিয়ের ৫ দিন পরই বাবা হওয়ার খবর পেলেন নোবেল

বিনোদন ডেস্কঃ গত ১৯ জুন কারাগারে বিয়ে করেন শিল্পী মাইনুল আহসান নোবেল। বিয়ের মাত্র ৫ দিন পরই তার আইনজীবী আজ জানালেন, নোবেলের স্ত্রী অন্তঃসত্ত্বা। 

আজ মঙ্গলবার  (২৪ জুন) আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এ খবর জেনেছেন নোবেল নিজেও।

বেশ খোশ মেজাজে কড়া নিরাপত্তায় আদালতে প্রবেশ করেন নোবেল। এর কিছুক্ষণ পরই হাস্যোজ্জ্বল মুখে উপস্থিত হন তার সদ্য বিবাহিত স্ত্রী ইসরাত জাহান প্রিয়া। তিনিই ছিলেন নোবেরের বিরুদ্ধে মামলার বাদী। আদালতে প্রবেশ করে কাঠগড়ায় থাকা নোবেলের কাছে যান তিনি। বেশ আনন্দ নিয়ে দুজনে আলাপ করেন কিছুক্ষণ।

দুপক্ষের আইনজীবী জানান, আদালতের নির্দেশে গত ১৯ জুন কারাফটকে বিয়ে করা নোবেল-প্রিয়ার সংসারে শিগগিরই নতুন মেহমান আসছে। অর্থাৎ, বাবা-মা হতে যাচ্ছেন তারা। সুখী ও নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নোবেল ও প্রিয়া।

আরও পড়ুন

বিয়ের পাঁচ দিন পর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রসঙ্গে নোবেলের আইনজীবী মো. খলিলুর রহমান জানান, গত বছর বিয়ে করে একসঙ্গে বসবাস করছিলেন নোবেল ও প্রিয়া। কিন্তু তখন তাদের কাবিন রেজিস্ট্রি করা ছিল না। ভুল বোঝাবুঝির কারণে মামলাটি হয়েছে। এখন ভুল বোঝাবুঝির অবসান হয়েছে, গত ১৯ জুন কারাগারে আবার তাদের বিয়ে হয়েছে।

ডেমরা থানায় হওয়া নারী নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় এক হাজার টাকা বন্ডে সই করে জামিন পেয়েছেন নোবেল। এরপর নোবেলকে আদালত থেকে পুনরায় কারাগারে নিতে যায় পুলিশ। এ সময় সারাক্ষণ প্রিয়ার হাত ধরেই হাঁটছিলেন নোবেল। আদালতের লিফটে ওঠার সময়ও প্রিয়াকে সঙ্গে রাখেন তিনি।

এর কিছুক্ষণ পর জামিনের আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব। পরে প্রেস ব্রিফিংয়ে জামিনের বিষয়ে আপত্তি না থাকার কথা জানান প্রিয়া। তবে গায়ক নোবেল নিজে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ফোনের দাম কমতে পারে

হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয়: বিজিবি

হলিউড নির্মাতা রব রেইনার দম্পতির মরদেহ উদ্ধার

ক্লাব বার্সাকে কিনতে চান সৌদি যুবরাজ!

নীরবতা ভাঙলেন সোনাক্ষী

বাংলাদেশি সাত ক্রিকেটারের আইপিএলে দল পাওয়া নিয়ে শঙ্কা