ভিডিও সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

পাবনার সুজানগরে গ্রাহকদের ১০ কোটি টাকা হাতিয়ে নিয়ে ফিল্ড অফিসার লাপাত্তা

পাবনার সুজানগরে গ্রাহকদের ১০ কোটি টাকা হাতিয়ে নিয়ে ফিল্ড অফিসার লাপাত্তা

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ৪০/৪৫ জন গ্রাহকের কাছ থেকে সঞ্চয় জমা দেওয়া প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছেন ব্যাংকের ফিল্ড অফিসার বিশ্বজিৎ কুমার পাল। সে উপজেলার দুলাই ইউনিয়নের আন্ধারকোটা গ্রামের শংকর কুমার পালের ছেলে। এ ঘটনায় ক্ষিপ্ত ব্যাংক গ্রাহকরা গত শনিবার উক্ত ব্যাংক কার্যালয়ে এসে বিক্ষোভ করেছেন।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, তারা প্রয়োজনীয় ঋণ পাওয়ার আশায় বিশ্বজিৎ কুমার পালের কাছে ২ লাখ টাকা থেকে শুরু করে ২৬ লাখ টাকা পর্যন্ত সঞ্চয় দিয়েছেন। তাদের অভিযোগ ৪০/৪৫ জন গ্রাহকের কাছ থেকে বিশ্বজিৎ কুমার পাল প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছেন।

পল্লী সঞ্চয় ব্যাংক সুজানগর শাখার ম্যানেজার আব্দুর রাশেদ জানান, গত বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বজিৎ কুমার পাল গ্রাহকদের সঞ্চয়ের এবং ঋণের কিস্তির টাকা গ্রহণ করেন। দুপুরে ব্যাংক থেকে বেতন এবং ভাতাদিও উত্তোলন করেন। তবে গতকাল শুক্রবার বিকেলে কয়েকজন গ্রাহক বিশেষ প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করতে গিয়ে তার ফোন বন্ধ পান।

আরও পড়ুন

একপর্যায়ে গ্রাহকরা তার বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। গত শনিবার ভুক্তভোগী গ্রাহকরা বিষয়টি তাকে জানান এবং বিশ্বনাথ পাল তাদের সঞ্চয়ের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে মর্মে অভিযোগ এনে তার বিরুদ্ধে  বিক্ষোভ করেন। গ্রাহকদের কাছ থেকে সকল তথ্য তারা নিচ্ছেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

এ ঘটনার পর পর ব্যাংক ম্যানেজার আব্দুর রাশেদ বিশ্বনাথ পালের বিরুদ্ধে সুজানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে তারা গ্রাহকদের কাছ থেকে ১ থেকে ২ কোটি টাকা আত্মসাতের কথা জানতে পেরেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে মধ্যরাতে ফলের দোকানে আগুন

মিরপুর-১০ থেকে অবৈধ হকার উচ্ছেদ করা হবে: ডিএনসিসি প্রশাসক

ফরিদপুরে নিক্সন চৌধুরীর ‘সহচর’ যুবলীগ নেতা মামুন গ্রেপ্তার

পাবনায় রেললাইনে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশু নিহত

ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়াতে আইনি নোটিশ