ভিডিও মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

দেশের বাজারে স্মার্টফোন ‘ভিভো ভি৫০ লাইট’ উন্মোচন

দেশের বাজারে স্মার্টফোন ‘ভিভো ভি৫০ লাইট’ উন্মোচন

ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ভি৫০ লাইট আনুষ্ঠানিকভাবে ‘উন্মোচন’ করা হয়েছে। গত শনিবার রাজধানীর গুলশান তেজগাঁও লিঙ্করোডের একটি কনভেশন সেন্টারে জমকালো আয়োজনটি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যান্ডটির শুভেচ্ছাদূত জনপ্রিয় তারকা তাহসান রহমান খান এবং ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ডেভিড লি।


অনুষ্ঠানে জানানো হয়, আল্ট্রা স্লিম ডিজাইনের সাথে সেরা পারফরম্যান্স পাবেন ভিভোর এই ফোনটিতে। মাত্র ৭.৭৯ মিমি পুরু ও ১৯৬ গ্রাম ওজনের ফোনটিতে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি। হাই-গ্লস ফিনিশড মেটাল ফ্রেমের স্মার্টফোনটির অত্যন্ত সরু বেজেল। ফোনটির ৬.৭৭ ইঞ্চির এফএইচডি এবং ২.৫ডি পো-লেড স্ক্রিন ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সকে করবে আরও প্রাণবন্ত।


ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ডেভিড লি বলেছেন, ‘বাংলাদেশে উদ্ভাবনের প্রতি মানুষের দুর্দান্ত আগ্রহ ও প্রাণচঞ্চলতা দেখাটা সত্যিই আনন্দদায়ক। ভিভোতে আমরা সবসময় এমন প্রযুক্তি ও ডিজাইন দিতে চেষ্টা করি, যা প্রিমিয়াম হলেও ব্যবহারকারীদের জন্য দামের দিক থেকে যথার্থ। ভি৫০ লাইট তারই চমৎকার একটি উদাহরণ এটি শক্তিশালী ফিচার, দৃষ্টিনন্দন ডিজাইন এবং সৃজনশীলতাকে উজ্জীবিত করা ক্যামেরা এক্সপেরিয়েন্সের এক নিখুঁত সমন্বয়। স্মার্টফোনটি আল্ট্রা স্লিম এবং আগের চেয়েও বেশি শক্তিশালী।

আরও পড়ুন


৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ সেন্সর ও অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তির ফোনটি দিয়ে কম আলোতেও প্রফেশনাল কোয়ালিটির ছবি তোলা যাবে। ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় সেলফিগুলোও হবে নিখুঁত ও স্টুডিও-লুকের। ভিভোর নতুন এ ফোনের ৮ জিবি মূল র‌্যামের সাথে রয়েছে ৮ জিবি এক্সটেন্ডেড র‌্যাম। ফোনটির ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ২৯ হাজার ৯৯৯ টাকা। আর ২৫৬ জিবি’র ভেরিয়েন্টের ফোনটি কেনা যাবে ৩২ হাজার ৯৯৯ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলের আনন্দে হামজার ছেলে ফ্লোরে পড়ে গিয়েছিল : হামজার বাবা

যুবদল নেতাকে গুলি করে পালানোর সময় দ্রুত রিকশা না চালানোয় চালককেও গুলি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

ঢাকার নিউ মার্কেট ও ধানমন্ডিতে বিস্ফোরণের শব্দ

আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় এক পরিবারেরই ১৮ জন নিহত