ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

আজ মেহজাবীনের জন্মদিন

মেহজাবীন চৌধুরী বাংলাদেশের নন্দিত জনপ্রিয় মডেল ও অভিনেত্রী।

অভি মঈনুদ্দীন ঃ মেহজাবীন চৌধুরী বাংলাদেশের নন্দিত জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। মিডিয়াতে দীর্ঘদিনের পথচলায় তিনি বহু বিজ্ঞাপনে এবং শতশত নাটকে অভিনয় করে এদেশের নাট্যপ্রেমী দর্শককে মুগ্ধ করেছেন। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে যখন দর্শক সমালোচক তার অভিনয় নিয়ে দ্বিধায় ছিলেন তখন থেকেই তিনি অভিনয়ের প্রতি প্রবল ভালোবাসা নিয়ে অভিনয় শিখেছেন, নিজেকে প্রতিনিয়ত গড়েছেন, ভেঙ্গেছেন।

যে কারণে একটা সময় এসে তিনি জাত অভিনেত্রীতে পরিণত হয়েছেন। সৎ চেষ্টা এবং নিরলস পরিশ্রম করলে যে কেউ তার পথচলায় সফলতা লাভ করতে পারে মেহজাবীনই যেন তার অনন্য দৃষ্টান্ত। তাই মেহজাবীন এখন হয়ে উঠেছেন তার পরবর্তী প্রজন্মের কাছে প্রিয় অভিনেত্রী ও অনুপ্রেরণার।

অভিনয় জীবনের পথচলার এই প্রান্তে এসে অর্থাৎ ২০২৪ সালটা ছিলো যেন আরো চ্যালেঞ্জের। কারণ এই বছরেই তিনি প্রথম সিনেমা নিয়ে দর্শকের সামনে উপস্থিত হয়েছিলেন। শঙ্খ দাশ গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ সিনেমা নিয়ে তিনি গেলো বছরের শেষপ্রান্তে দর্শকের সামনে আসেন। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করে মেহজাবীন ভূঁয়সী প্রশংসা কুঁড়িয়ে নেন। দর্শক, পরিচিতজন যারাই হলে হলে গিয়ে ‘প্রিয় মালতী’ উপভোগ করেছেন তার মেহজাবীনের অভিনয়ে বুঁদ হয়ে মুগ্ধ হয়েছেন।

ক্যারিয়ারের এই পর্যায়ে এসে ‘প্রিয় মালতী’ দিয়ে মেহজাবীন এমনটাই জানান দিলেন যে তিনি পরিপূর্ণ, তিনি নিজেকে ভাঙ্গার জন্য আরো প্রস্তুত। বাংলাদেশের অভিনয় ইণ্ডাষ্ট্রির জন্য মেহজাবীন এক আশীর্বাদের নাম। এক মেহজাবীনের উপরই ভর করে ভালো ভালো বিজ্ঞাপন যেমন নির্মিত হয়েছে, ঠিক তেমনি ভালো ভালো গল্পের শতশত নাটকও নির্মিত হয়েছে। এমন কোনো ঘরানার গল্পের নাটক নেই যে যাতে মেহজাবীন অভিনয় করেননি। সব ধরনের গল্পে কাজ করার এক্সপেরিম্যান্ট বলা যায় প্রায় শেষ। এখন মেহজাবীনের ভক্ত দর্শকের অপেক্ষা ভিন্ন নতুন কোনো গল্পের যেখানে নতুন একজ মেহজাবীনকে দেখা যাবে, যেখানে তার অভিনয়ে আবারো মুগ্ধ হবেন দর্শক।

আরও পড়ুন

এদিকে গেলো ঈদে ইউটিউবে প্রকাশ পেলো প্রবীর রায় চৌধুরী পরিচালিত মেহজাবীন, জোভান অভিনীত ‘বেস্ট ফ্রেণ্ড ২.০’ নাটকটি। এরইমধ্যে নাটকটি ১৫দিনে ৪৪ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। এদিকে আজ মেহজাবীনের জন্মদিন। আদনান আল রাজীবের সঙ্গে বিয়ের পর প্রথম জন্মদিন।

জন্মদিন এবং আগামীর নতুন কাজ করা প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন,‘ বিয়ের পরপরই শ্বশুরবাড়িতে উঠেছি। তো এবারের জন্মদিন যথারীতি স্বামীর বাড়িতে যেমন সময় কাটবে ঠিক তেমনি আমার বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও দিনটা বিশেষভাবে উদযাপন করবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয় করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, সুখে রাখেন। আর আগামী এক সপ্তাহের মধ্যে নতুন একটি বড় কাজের ঘোষনা দিবো ইনশাআল্লাহ। এই কাজটি আমার ক্যারিয়ারের সঙ্গে সম্পৃক্ত অনেক বড় একটি কাজ এবং আমার জন্য খুউব আনন্দের, দায়িত্বশীল একটি কাজ। যেহেতু এখনো চুক্তি হয়নি, তাই আপাতত এই ব্যাপারে বিস্তারিত বলা যাচ্ছেনা। সময় হলেই সবাইকে জানান দিবো।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্যমূলক সাক্ষাৎ

বগুড়ার আদমদীঘিতে এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

খামারি ও গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে : উপদেষ্টা ফরিদা আখতার