ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

শেরপুরে ৩ ডাকাত গ্রেফতার

শেরপুরে ৩ ডাকাত গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার উত্তর পানবর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ঝিনাইগাতী উপজেলার সারিকালিনগর বালুচর এলাকার মঞ্জুরুল হকের ছেলে মো. আনোয়ার হোসেন আনু (৩৮), কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার পূর্ব কেদার এলাকার আব্দুর রহমানের ছেলে মুখলেসুর রহমান (৩৫) ও একই উপজেলার মংলারকটি এলাকার শাহজাহানের ছেলে জাহান উদ্দিন (৩৫)।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার উত্তর পানবর এলাকার কবরস্থান এলাকার রাস্তার ওপর কয়েকজন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. আল আমীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই তিনকে জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দা, চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের সঙ্গে থাকা ৪ থেকে ৫ জন দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমীন বলেন, গ্রেফতার ব্যক্তিরা দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ শুরু ইন্টার মিলানের

শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদের দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু

আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতসহ সাত দল

আগামী ২৪ ঘণ্টায় চার বিভাগে ভারি বৃষ্টির আভাস

দুর্দান্ত জয় লিভারপুলের, গোল উৎসব বায়ার্ন-পিএসজি’র 

ত্রিপুরায় প্রবেশের অপেক্ষায় আখাউড়া স্থলবন্দরে ইলিশের ট্রাক