ভিডিও রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:১৯ রাত

শেরপুরে ৩ ডাকাত গ্রেফতার

শেরপুরে ৩ ডাকাত গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার উত্তর পানবর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ঝিনাইগাতী উপজেলার সারিকালিনগর বালুচর এলাকার মঞ্জুরুল হকের ছেলে মো. আনোয়ার হোসেন আনু (৩৮), কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার পূর্ব কেদার এলাকার আব্দুর রহমানের ছেলে মুখলেসুর রহমান (৩৫) ও একই উপজেলার মংলারকটি এলাকার শাহজাহানের ছেলে জাহান উদ্দিন (৩৫)।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ঝিনাইগাতী উপজেলার উত্তর পানবর এলাকার কবরস্থান এলাকার রাস্তার ওপর কয়েকজন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. আল আমীনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ওই তিনকে জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দা, চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের সঙ্গে থাকা ৪ থেকে ৫ জন দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমীন বলেন, গ্রেফতার ব্যক্তিরা দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি শিক্ষককে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মশাল মিছিল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদসহ অন্যান্য পণ্য জব্দ

সংশয়ের কিছু নেই ফেব্রুয়ারি মাসেই নির্বাচন : ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

বিএনপি চরাঞ্চলের মানুষের উন্নয়নে সর্বোচ্চ কাজ করবে : সাবেক এমপি কাজী রফিক