ভিডিও শনিবার, ২৩ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আশরাফুল ইসলামকে মাথায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-৪ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের সোনাউল্লাহর ছেলে মোঃ এরশাদ আলী, পাবনা জেলার অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর শেখের ছেলে মোঃ নজরুল ইসলাম, হেমায়েপুরের মৃত নাছির উদ্দিনের ছেলে মোঃ আবুল হাসেম, জয়গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ হাসান আলী। যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. হাদিউজ্জামান শেখ (হাদী) এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে উপজেলার সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ আশরাফুল ইসলাম অফিস থেকে বের হয়ে বাড়াবিল গ্রামের কিস্তির টাকা উত্তোলন করার উদ্দেশ্যে যায়। পরে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কিস্তির ১ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা উত্তোলন করে বাড়াবিল বড় ব্রিজের পাশে রিকশার জন্য অপেক্ষা করে।

আরও পড়ুন

এসময় আসামিরা ৩টি মোটরসাইকেলযোগে এসে আশরাফুল ইসলামকে পিস্তল মাথায় ঠেকিয়ে কিলঘুষি মেরে টাকা ছিনিয়ে নেয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে আসামিদেরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এই ঘটনায় শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক কে এম রাকিবুল হুদা আসামিদেরকে হেফাজতে নেন এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের যারা পদে ছিল তারা যেন কেউ বিএনপিতে স্থান না পায়: রিজভী

স্থানীয় মেধায় বিনিয়োগই বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করবে: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা প্রতিবেদন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরিদর্শন শেষে কথা বলছেন ইউজিসি চেয়ারম্যান | Daily Karatoa

বিগত ৫৩ বছরের মতো নির্বাচন হলে স্বৈরাচার আসবে: সৈয়দ রেজাউল করিম | Daily Karatoa

কেমন হল ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা? | Dhaka University | Daily Karatoa

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের | Election 2025 | PR System | Daily Karatoa