ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

আসামে শিশুসহ পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

আসামে শিশুসহ পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকা থেকে এক শিশুসহ অন্তত পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার আসাম পুলিশ ওই চার বাংলাদেশিকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভারতীয় ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আসাম পুলিশ পাঁচবাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। পরে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত চার বাংলাদেশি হলেন, রুমানা শেখ, মো. বাদশা শেখ, রোকসানা খাতুন এবং আয়েশা খাতুন। বাংলাদেশি এই নাগরিকদের সীমান্তের কাছের এলাকা থেকে গ্রেপ্তারের পর ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।

আরও পড়ুন

বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত আছে বলেও জানিয়েছেন আসামের এই মুখ্যমন্ত্রী।

আসামের পুলিশ বলেছে, গত আগস্ট থেকে এখন পর্যন্ত অন্তত ১৬১ বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তারের পর ফেরত পাঠানো হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও আসাম পুলিশ বলেছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ লাগোয়া আসামের এক হাজার ৮৮৫ কিলোমিটার সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না : সংস্কৃতি উপদেষ্টা

পশ্চিম তীরে সার্বভৌমত্বের প্রয়োগ দেখতে চান ইসরায়েলি মন্ত্রীরা

আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রস্তাবে একমত বিএনপি : সালাহউদ্দিন আহমেদ

দেশব্যাপি বজ্রসহ বৃষ্টির আভাস

কুমিল্লায় একই পরিবারের দুই নারীসহ তিনজনকে পিটিয়ে হত্যা

এখনও ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত বাকি: আলী রীয়াজ