ভিডিও বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

মিরাজ-মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

মিরাজ-মাহমুদউল্লাহর ব্যাটে ভর করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

‘প্রথম অধিনায়কত্ব’ করতে নামা মেহেদী হাসান মিরাজের কাঁধে অনেক দায়িত্ব। দুই ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমের ব্যাটে ৫৩ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশ। এরপর ৫৮ রানের মধ্যেই শেষ ৩ উইকেট। ৭২তম রানের মাথায় বিদায় নেয় চতুর্থ ব্যাটার।

দ্রুততম সময়ের মধ্যে চার উইকেট হারানোর কারণে অনেক বেশি চাপে পড়ে যাওয়ার ফলে পুরোপুরি দায়িত্ব চাপে অধিনায়ক মিরাজ এবং অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধে।

চাপ সামলানোর চেষ্টাও করছেন এই দুই ব্যাটার। তাদের ব্যাটে চড়ে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে বাংলাদেশ। এরই মধ্যে তাদের জুটিতে ফিফটি হয়ে গেছে। এ রিপোর্ট লেখার সময় তাদের জুটি ৬৫ রানের। বাংলাদেশের স্কোর ৩১.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান। ৩৮ রান নিয়ে মিরাজ এবং ৩৩ রান নিয়ে ব্যাট করছেন মাহমুদউল্লাহ।

ফাইনাল না হলেও আক্ষরিক অর্থে আজকের ম্যাচটা ‘ফাইনাল।’ আজ যে জিতবে সিরিজ তার। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগের দুই ম্যাচে ১-১ সমতা। এমন সমীকরণের ম্যাচে টস জিতলেন প্রথমবার অধিনায়কত্বের আর্মব্যান্ড পরা মেহেদী হাসান মিরাজ। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি।

দুই ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম মিলে উদ্বোধনী জুটিটা বেশ ভালোই করলেন। ৮.৩ ওভার পর্যন্ত খেলে স্কোরবোর্ডে যোগ করলেন ৫৩ রান। কিন্তু এ পর্যায়ে এসে ভুলটা করে বসলেন সৌম্য সরকার। আগের দুই ম্যাচের মতোই ভালো খেলতে খেলতে অতি আত্মবিশ্বাসে ভুগতে শুরু করেছিলেন।

যার ফলে আজমতউল্লাহ ওমরজাইয়ের অফ স্ট্যাম্পের বাইরে থাকা বলকে ব্যাটের কানায় লাগিয়ে ভেতরে টেনে আনেন। ফল যা হওয়ার তাই হলো। বোল্ড হয়ে গেলেন।

আরও পড়ুন

২৩ বলে ২৪ রান করে আউট হলেন সৌম্য সরকার। মাঠে নামেন নাজমুল হোসেন শান্তর পরিবর্তে খেলা জাকির হাসান। কিন্তু কোনো জুটিই গড়ে উঠলো জাকির আর তামিমের। কারণ ১০ম ওভারের প্রথম বলেই মোহাম্মদ নবির সাজানো ফিল্ডিংয়ের ফাঁদে পড়ে উইকেট বিলিয়ে দিলেন তানজিদ তামিম।

মোহাম্মদ নবি কভার পয়েন্টে একটি ফিল্ডার রেখে এমনভাবে বলটা ডেলিভারি দিলেন এবং সে ডেলিভারিতে খেলতে বাধ্য করলেন তানজিদ হাসান তামিমকে। হাশমতউল্লাহ শহিদির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তানজিদ তামিম। ২৯ বলে তিনি খেলেন ১৯ রানের ইনিংস।

মাঠে নামেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জাকির হাসানের সঙ্গে জুটি গড়বেন কি, তার আগেই ভুল বোঝাবুঝিতে রানআউট হলেন জাকির হাসান। মিরাজের কলে জাকির ননস্ট্রাইক প্রান্ত থেকে অনেকদূর দৌড়ে চলে যান।

কিন্তু মিরাজ যখন তাকে ফিরিয়ে দিলেন, তখন নিজের ক্রিজে গিয়ে পৌঁছাতে পারেননি। নানগেয়ালিয়া খারোতের সরাসরি থ্রোতে রানআউট হয়ে গেলেন। অর্থাৎ বিনা উইকেটে ৫৩ থেকে ৩ উইকেটে ৫৮ রান বাংলাদেশের।

এরপর উইকেট হারালেন তাওহিদ হৃদয়। মিরাজের সঙ্গে জুটি বাধা হলো না তার। ৭২ রানের মাথায় রশিদ খানের বলে গুলবাদিন নাইবের বলে আউট হন হৃদয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন: আযম খান

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ

গাজার ইস্যুতে ইউরোপের প্রতিক্রিয়া ‘ব্যর্থতা’ : স্পেনের প্রধানমন্ত্রী

ঘনিষ্ঠ সম্পর্কে জড়াতে ইনবক্সে মেসেজ, যা করলেন পিয়া

নারায়ণগঞ্জে তুলার গোডাউনে আগুন

চীনা জাতির পুনর্জাগরণ এখন আর ঠেকানো যাবে না : শি জিনপিং