ভিডিও

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৮০

প্রকাশিত: আগস্ট ০২, ২০২৪, ১১:০৮ রাত
আপডেট: আগস্ট ০২, ২০২৪, ১১:০৮ রাত
আমাদেরকে ফলো করুন

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৩৮ জন ভর্তি হয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগে ২৭, রংপুর বিভাগে ৮, ঢাকা বিভাগে ৪, চট্টগ্রাম বিভাগে ২ ও ময়মনসিংহ বিভাগে একজন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ হাজার ৫৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী। আক্রান্তদের মধ্যে ৫৮ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS