ভিডিও শুক্রবার, ১৩ জুন ২০২৫

শেষ করলেন ‘নীল চক্র’, আসছে নতুন কিছু...

শেষ করলেন ‘নীল চক্র’, আসছে নতুন কিছু...

অভি মঈনুদ্দীন : গেলো ঈদে মুক্তি পেয়েছিলো হালের নতুন সেনসেশন মন্দিরা চক্রবর্ত্তী অভিনীত প্রথম সিনেমা ‘কাজল রেখা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছিলেন গিয়াস উদ্দিন সেলিম। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন শরীফুল রাজ।

এদিকে এরইমধ্যে মন্দিরা চক্রবর্ত্তী শেষ করেছেন তার অভিনীত দ্বিতীয় সিনেমার কাজ। নাম ‘নীলচক্র’। এটি নির্মাণ করেছেন মিঠু খান। এরই মধ্যে মন্দিরা জানান সিনেমাটির ডাবিং-এর কাজ শেষ করেছেন তিনি। কিছুদিন আগে এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হয় একটি পোস্টার প্রকাশের মধ্যদিয়ে। তাতে মন্দিরা ও আরিফিন শুভ’র রুক বেশ প্রশংসিত হয়। এরইমধ্যে মন্দিরা অভিনীত এই সিনেমা নিয়েও দর্শকের মধ্যে প্রবল আগ্রহের সৃষ্টি হয়েছে।

মন্দিরা বলেন,‘ শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আমার সকল ভক্ত দর্শকের প্রতি যারা আমার অভিনীত কাজল রেখা সিনেমাটি দেখতে হলে হলে গিয়েছেন। অনেকেই ফেসবুকে তাদের ভালো লাগা প্রকাশ করেছেন। অনেকেই সরাসরি আমার সঙ্গে কথা বলেও তাদের মনের কথা বলেছেন। একজন অভিনেত্রী হিসেবে আমি আমার নিজের অভিনয়ের বিচার করতে পারছি যে আগামীতে আমাকে আরো কতো ভালো অভিনয় করতে হবে। যেহেতু কাজল রেখা আমার প্রথম সিনেমা ছিলো, তাতে ভুল ত্রটিতো আছেই। কিন্তু পরবর্তী সিনেমাগুলোতে আমি আরো ভালোভাবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করছি। নীল চক্র’তে আমার যে চরিত্র তাতে আমি অনেক মনাযোগী থেকে সতর্ক থেকে অভিনয় করার চেষ্টা করেছি। আরিফন শুভ ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম সিনেমা। নিঃসন্দেহে তিনি একজন গুনী অভিনেতা। তারসঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আমি খুবই আশাবাদী নীলচক্র সিনেমাটি নিয়ে।’

আরও পড়ুন

এদিকে মন্দিরা জানান, শিগগিরই নতুন আরো একটি সিনেমার ঘোষনা আসতে যাচ্ছে। আপাতত কিছুই বলতে চাচ্ছেন না তিনি। তবে তার তৃতীয় সিনেমাটিও হতে যাচ্ছে অনেক চমকের। সেইসাথে তার ক্যারিয়ারের জন্যও ভালো কিছু। আপাতত নতুন সিনেমাটির আনুষঙ্গিক নানান কাজ নিয়ে ব্যস্ত মন্দিরা। সময় হলেই জানান দেবেন সবাইকে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রংপুরে অতিরিক্ত ভাড়া আদায় ও শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেবে হাইওয়ে পুলিশ

বগুড়ার সারিয়াকান্দিতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

বগুড়ায় ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা

বগুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে সুদের টাকা না পেয়ে গাভী নিয়ে গেল কারবারি