ভিডিও বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

তাদের নেতৃত্বে আবারো শুরু হচ্ছে ‘হা Show'

তাদের নেতৃত্বে আবারো শুরু হচ্ছে ‘হা Show'

অভি মঈনুদ্দীন: বাংলাদেশের টিভি নাটকের অত্যন্ত প্রিয় মুখ অভিনেত্রী শবনম ফারিয়া। শবনম ফারিয়া’কে কখনো নাটকে, কখনো বিজ্ঞাপনে আবার কখনো সিনেমাতেও অভিনয়ে দেখা গেছে।  তিনি যে মাধ্যমেই কাজ করেছেন প্রতিটি মাধ্যমেই প্রশংসা কুঁড়িয়েছেন। দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি বারবার। এবারই প্রথম শবনম ফারিয়াকে দর্শক বিচারকের ভূমিকায় দেখবেন এনটিভিতে শিগগিরই শুরু হতে যাওয়া মাসের্ল ‘হা Show'-এর সপ্তম সিজনে।

এরইমধ্যে দেশের নানান অঞ্চলের বহু প্রতিযোগীদের মধ্য থেকে বাছাইকৃত বিভিন্ন পর্বের রেকর্ডিং-এর কাজ শুরু হয়ে গেছে রাজধানীর তেজগাঁও অঞ্চলে এনটিভির স্টুডিওতে। যথারীতি বিচারক হিসেবে এবারও আছেন গুনী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান। তারা দু’জনেই এর আগেও এই রিয়েলিটি শো’র বিচারক হিসেবে কাজ করেছিলেন। এবারও উপস্থাপক হিসেবে আছেন আবু হেনা রনি।

প্রথমবার এতো বড় একটি রিয়েলিটি শো’র বিচারক হিসেবে কাজ করা প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন,‘ সত্যিই আমার ভীষণ ভালো লাগছে। কারণ এর আগে আমি এই হা শো-টিভিতে দেখতাম। আর এখন আমি একজন বিচারক হিসেবে প্রতিযোগিদের পারফর্ম্যান্স উপভোগ করছি। বিগত বেশ কয়েকমাস তো আসলে দেশের সার্বিক পরিস্থিতি খুউব খারাপ ছিলো। সবকিছু একটা পরিবর্তনের মধ্যদিয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে এই ধরনের একটা কমেডি শো’তে থাকা আমার জন্য রিফ্রেসিং একটা বিষয় বলেই মনে হয়েছে। আর বিচারক হিসেবে এটাই আমার প্রথম কাজ। সেদিক বিবেচনায় পুরো বিষয়টাই আমার কাছে ভীষণ উপভোগ্য হয়ে উঠছে।’

তুষার খান বলেন,‘ চমৎকার একটা পরিবেশের মধ্যে আমরা সবাই কাজ করছি, কাজের ফাঁকে ফাঁকে আমরা আমরা সবাই মজা করছি। যেহেতু এটা কমেডি শো, তাই ভালোলাগাটা আরো বেশি। এবারের প্রতিযোগিদের নিয়ে আমি আরো বেশি আশাবাদী।’

আরও পড়ুন

আমিন খান বলেন,‘ এই নিয়ে আমি চতুর্থবার হা শো-ও বিচারক হিসেবে কাজ করছি। সবচেয়ে ভালোলাগার বিষয় হলো এই শো বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো। এমন একটি রিয়েলিটি শো’র বিচারক হিসেবে কাজ করা সত্যিই খুউব কঠিন। স্ট্যাণ্ডার্ড কমেডিকে জাতীয় পর্যায়ে নিয়ে আসাটা খুব কঠিন। আর কঠিন কাজটাই আমরা যারা করছি তাদের অনেক শ্রম দিতে হচ্ছে। এটা বলতেই হয় যে বাংলাদেশের আনাচে কানাচে অনেক প্রতিভাবান ছেলে মেয়ে আছে যা এই শো না হলে জানাই হতো না। অসাধারন কিছু প্রতিভাবান ছেলে মেয়ে আমরা পেয়েছি। তাদেও পারফর্ম্যান্সে মুগ্ধ হবেন সবাই।’

আবু হেনা রনি বলেন,‘ ভীষণ ভালো লাগার এটাই যে ২০১০ সালে এই শোতে আমি ফাইনালিস্টে পারফর্মার ছিলাম। আর এখন আমি উপস্থাপক। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই হা শো-এর নেপথ্যে যারা কাজ করছেন। যতোটা প্রাণবন্তভাবে এই অনুষ্ঠান দর্শকের কাছে উপভোগ্য করে তোলা যায় সেই চেষ্টাই করছি।’ ‘হা Show' পরিচালনা করছেন কাজী মোহাম্মদ মোস্তফা ও জাহাঙ্গীর চৌধুরী। উল্লেখ্য, আবু হেনা রনি ২০১২’র মীরাক্কেল-এর সিক্স সিজনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংস্কারে ইনসানিয়াত বিপ্লবের ১৮ প্রস্তাব

রংপুরের পীরগাছায় প্রতিবন্ধী পরিবারের ঘরের ভিত ঘেঁষে পুকুর খননের অভিযোগ

রংপুরে শ্যামাসুন্দরী খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

শিল্পখাতে জ্বালানি সংকট

বগুড়ায় ফেয়ার ইউনানী ল্যাবরেটরিতে অভিযান, ওষুধ জব্দ, মামলার নির্দেশ