বিনোদন ডেস্ক : দেশের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিপর্যস্তদের পাশেও দাঁড়িয়েছেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। বন্যার্তদের নিয়ে ব্যস্ততা কাটিয়ে বুধবার রাতে (১১ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় এই অভিনেত্রী একটি স্ট্যাটাস দিয়েছেন।
গতকাল রাতে অপু বিশ্বাস ফেসবুকে লিখেছেন, ‘সত্য হলো এমন একটি শক্তি যা কোনো অবস্থাতেই চিরস্থায়ীভাবে লুকিয়ে রাখা সম্ভব নয়। মিথ্যা যতই শক্তিশালী হোক, সত্যের জ্যোতি তাকে পরাজিত করে।’ অনেকেই অপুর এই পোস্টের কারণ খুঁজছেন। অনেকেই আবার বলছেন বুবলী গতকাল একটি বাণী দিয়ে একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেছেন, যা নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রচার হয়েছে। এটাই কী কারণ? জানা যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।