লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে যুবলীগ

নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী আন্দোলনের নামে দেশজুড়ে জামায়াত-বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে যুবলীগ।
বুধবার (৩১ জুলাই) দুপুরে শহরের বাগবাড়ি এলাকায় জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়া এ কর্মসূচির আয়োজন করে। পরে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলটি উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় বৈষম্যবিরোধী আন্দোলনের নামে সারাদেশে জামায়াত-বিএনপির সহিংসতা, অগ্নিসংযোগ, হত্যা, চোরাগোপ্তা হামলা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে যুবলীগ মাঠে রয়েছে জানিয়ে বক্তব্য দেন তারা।
আরও পড়ুনজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়ার নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি পাটওয়ারী, যুবলীগ নেতা এবিএম গোফরান বাবু ও সোহাগ পাটওয়ারীসহ শতাধিক নেতাকর্মী।
যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ সরকার সারাদেশে উন্নয়ন করেছে। বিএনপি-জামায়াত এতদিন ঘাপটি মেরে বসে ছিল। এখন তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে যুবলীগসহ জনগণ তাদের অপতৎপরতা মোকাবিলায় রাজপথে রয়েছে।
মন্তব্য করুন