ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

 লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে যুবলীগ 

 লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে যুবলীগ 

নিউজ ডেস্ক:  বৈষম্যবিরোধী আন্দোলনের নামে দেশজুড়ে জামায়াত-বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে যুবলীগ।

বুধবার (৩১ জুলাই) দুপুরে শহরের বাগবাড়ি এলাকায় জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়া এ কর্মসূচির আয়োজন করে। পরে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলটি উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় বৈষম্যবিরোধী আন্দোলনের নামে সারাদেশে জামায়াত-বিএনপির সহিংসতা, অগ্নিসংযোগ, হত্যা, চোরাগোপ্তা হামলা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে যুবলীগ মাঠে রয়েছে জানিয়ে বক্তব্য দেন তারা।

আরও পড়ুন

জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়ার নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি পাটওয়ারী, যুবলীগ নেতা এবিএম গোফরান বাবু ও সোহাগ পাটওয়ারীসহ শতাধিক নেতাকর্মী।

যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ সরকার সারাদেশে উন্নয়ন করেছে। বিএনপি-জামায়াত এতদিন ঘাপটি মেরে বসে ছিল। এখন তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে যুবলীগসহ জনগণ তাদের অপতৎপরতা মোকাবিলায় রাজপথে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল চারজনের

বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ শুরু 

আরপিও সংশোধন নিয়ে বৈঠকে বসেছে ইসি