ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

গৃহকর্মীকে ছুরি দিয়ে খুঁচিয়ে নির্যাতন, অভিযুক্ত দম্পতি আটক

গৃহকর্মীকে ছুরি দিয়ে খুঁচিয়ে নির্যাতন, অভিযুক্ত দম্পতি আটক

ঢাকার সাভারে চিকিৎসক ও তার স্ত্রী কর্তৃক চুরির অপবাদ দিয়ে এক শিশু গৃহকর্মীকে ছুরি দিয়ে খুঁচিয়ে নির্যাতনসহ অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী শিশুটির মায়ের দায়ের করা অভিযোগে অভিযুক্ত ওই দম্পতিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ জুলাই) বিকেলে সাভার পৌরসভার রাজাশন লালটেক এলাকা থেকে আটক তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। এর আগে আজ দুপুরে নির্যাতিত ওই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—সাভারের রাজাশন এলাকার কাজী ইসমাইল ও তার স্ত্রী মাহমুদা খাতুন পরশ। কাজী ইসমাইল ৪২ তম বিসিএস ক্যাডার ও বরগুনা সদর হাসপাতালে কর্মরত রয়েছেন। অপরদিকে ভুক্তভোগী শিশুটির নাম মিম (১০)। তারা সাভারের বিরুলিয়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। 

অভিযোগ থেকে জানা যায়, চিকিৎসক কাজী ইসমাইল ও তার স্ত্রী মাহমুদা খাতুন পরশ ভুক্তভোগী শিশুর পরিবারের সাথে পূর্ব পরিচয়ের সুবাদে মিমকে গৃহকর্মী হিসাবে তাদের বাসায় কাজে নেয়। কিন্তু গত ১ বছর কাজ করার পরেও ঠিকমতো তাকে বেতন প্রদান করেনি। সেই বেতনের টাকা চাইলে শিশুকে ছুরি দিয়ে খুঁচিয়ে অমানবিক নির্যাতন করেন অভিযুক্তরা। 

নির্যাতনের বিষয়টি শিশুর পরিবার যাতে না জানতে পারে সে জন্য পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য করে ওই দম্পতি। পরে গতকাল ভুক্তভোগী শিশু অসুস্থ হয়ে পড়লে বাবা-মায়ের কাছে হস্তান্তর করে ভয়ভীতি দেখায় আটকরা। পরে সাভার স্বাস্থ্য কমপ্লেক্স শিশুটিকে ভর্তি করে থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবার। 

আরও পড়ুন

ভুক্তভোগী শিশু মিম বলে, আমি ওই বাসায় প্রায় ১ বছর ধরে কাজ করছিলাম। ওই বাসায় যাওয়ার পর প্রথম কয়েকদিন আমাকে আদর করেছে। কিন্তু কিছুদিন যাওয়ার পরই আমাকে মারধর করতে থাকে। সর্বশেষ আমাকে চুরির অপবাদ দিয়ে ছোট সরু ছুরি দিয়ে সারা শরীরে খুঁচিয়ে নির্যাতন করেছে। এছাড়া ব্যাট দিয়ে পায়ে ও মাথায় আঘাত করেছে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, ভুক্তভোগী শিশুটির সারা শরীরে নতুন ও পুরাতন অসংখ্য ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে। বর্তমানে শিশুটি আমাদের হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, আজ দুপুরে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে সেই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত দম্পতিকে আটক করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে তারা শিশুটিকে নির্যাতনের কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত

যমুনা ব্যাংক ও নাজিমগড় রিসোর্টস এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক এর সাথে ফিনকোচ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর 

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা