ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় করতোয়া নদী হতে নবজাতকের লাশ উদ্ধার

বগুড়ায় করতোয়া নদী হতে নবজাতকের লাশ উদ্ধার, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের মালতীনগরে ভাটকান্দি ব্রীজের কাছে করতোয়া নদী থেকে উদ্ধার করা হয়েছে এক নবজাতকের লাশ। আজ বুধবার (১০ জুলাই) সকালে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন জানান, সকাল ১০ টার দিকে কয়েকজন শিশু ভাটকান্দি ব্রীজের পূর্ব পাশে করতোয়া নদীতে গোছল করছিল। এ সময় হঠাৎ শিশুরা  পলিথিন মোড়ানো একটি বস্তু ভেসে যেতে দেখে।

তখন শিশুরা বস্তুটি তুলে নদীর পাড়ে এনে খুলে দেখে এর মধ্যে মেয়ে নবজাতকের একটি লাশ। এরপর শিশুরা স্থানীয় লোকজনকে খবর দেয়। খবর পেয়ে লোকজন এসে নবজাতকের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে দাফনের ব্যবস্থা করে। এ ব্যাপারে কেউ অভিযোগ না করায় স্থানীয়দের সহযোগিতায় লাশটি ময়না তদন্ত ছাড়া দাফন করা হয়।

বগুড়া শহরের নারুলী ফাঁড়ীর এসআই আতিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের লাশ উদ্ধার করি। পরে আমরা তার মরদেহ স্থানীয়দের কাছে হস্তান্তর করি। তারা মরদেহটি দাফনের ব্যবস্থা করেন। ওই নবজাতকের বয়স আনুমানিক ১ দিন।

আরও পড়ুন

তিনি আরও বলেন, কে বা কারা ওই নবজাতককে ফেলে গেছে সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার