ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

নোয়াখালী সদরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) পৌরসভার প্রধান সড়কের কিরণ মোড়ে একত্রিত হয়ে অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতরা। পরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন - মো ইউসুফ ওরফে কালা চোরা (৩৪), আবদুল মান্নান সোহাগ (৩০), মো. উজ্জ্বল মিয়া (৩২)।
এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান সুটারগান, পাঁচটি কার্তুজসহ একটি সিএনজি উদ্ধার করা হয়।
আরও পড়ুনবিকেলে সুধারাম মডেল থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ বলেন, বিভিন্ন সময় থানার বিভিন্ন স্থানে ডাকাতির সংবাদ আসছিল। এ ঘটনায় আমরা বিশেষ অভিযান চালাই। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডাকাতির প্রস্তুতির সময় তিন ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারে থানার উপ-পরিদর্শক (এসআই) সুদন চন্দ্র দাস তার সঙ্গীয় ফোর্সসহ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।’
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুধারাম থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুধারাম থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন