ভিডিও মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

নিহত জিসান

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে স্কুলঘরের টিনশেডের উপর থেকে সেন্ডেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জিসান (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পোয়ালবাড়িয়া নসিরউদ্দিন বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনায় নিহত জিসান ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। সে ফিলিপনগর ইউনিয়নের পোয়ালবাড়িয়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুলছাত্র জিসান স্কুল অঙিনায় খেলা করছিলো। সেসময় স্থায় তার পায়ের একটি স্যান্ডেল অপর এক শিশু পরিত্যক্ত স্কুলঘরের টিনের চালার ওপর ছুড়ে মারে। গ্রীল বেয়ে স্কুলঘরের টিনের চালার ওপর থেকে স্যান্ডেল কুড়িয়ে আনতে গিয়ে পূর্ব থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে বিদ্যুতায়িত হওয়া টিনের চালায় জিসান বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মদিনা খাতুন বলেন, আমি সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও ক্লাসে ছিলাম। পরে বাইরে কেউ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমাদের বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

এবিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে। স্কুলঘরে টিনের চালায় শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে ।

দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষা ফুলের উপকারিতা

বিদেশি পিস্তল ও গুলিসহ কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই ফার্মেসিকে অর্থদণ্ড

বিদেশি পিস্তলসহ নোয়াখালীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

মাটির নিচে চাপা পড়ার ৩০ মিনিট পর শ্রমিককে জীবিত উদ্ধার

দিনাজপুরের খানসামায় পাঁচ কেজি ওজনের শিশুর জন্ম