ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

বগুড়ার ধুনটে জমিজমা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে স্বামী-স্ত্রী সহ আহত ৬

বগুড়ার ধুনটে জমিজমা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে স্বামী-স্ত্রী সহ আহত ৬, প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় পৈত্রিক জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে দুই ভাইয়ের মাধ্যে সংঘর্ষে স্বামী-স্ত্রী সহ উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি-সরোয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, উপজেলার পাঁচথুপি-সরোয়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আজিবর রহমান (৫৫), তার স্ত্রী মইফুল খাতুন (৪৮), মেয়ে রাজিয়া খাতুন (২৮), ছেলে মনির হোসেন (২৩), একই গ্রামের ছাবেদ আলীর ছেলে আব্দুল মান্নান (৪০) ও আনিছুর রহমান (৪৫)।

আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে আনিছুর রহমান ও আব্দুল মান্নানকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচথুপি-সরোয়া গ্রামের আজিবর রহমানের সাথে তার চাচাতো ভাই আব্দুল মান্নানের পৈত্রিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।

আরও পড়ুন

এ বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে কয়েক দফা বৈঠক করে উভয় পক্ষের মধ্যে কোন প্রকার সমঝোতা হয়নি। এ অবস্থায় আজ মঙ্গলবার (১১ জুন) সকালের দিকে একই বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংর্ঘের ঘটনা ঘটে। এতে স্বামী-স্ত্রী সহ উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ