ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

হাসপাতালে ভর্তি কিশোরীকে ধর্ষণচেষ্টা!

হাসপাতালে ভর্তি কিশোরীকে ধর্ষণচেষ্টা!, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : হাসপাতালে ভর্তি ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মোফাজ্জল হোসেন মোফাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাবনার ফরিদপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মোফাজ্জল ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের আজাহার আলীর ছেলে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার (৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে মোফাজ্জল নামের ওই যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২নং মহিলা ওয়ার্ডে যায়। এরপর ওই ওয়ার্ডে চিকিৎসাধীন ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকার শুনে বেডে থাকা তার মা এবং অন্যান্য রোগীর স্বজনরা ওই ব্যক্তিকে আটক করেন। এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডা. বিজুক খাতুন হাসপাতালের ইউএইচএ ডা. মনজুর রহমানকে জানান। ইউএইচএ সোমবার সকালে ফরিদপুর থানায় বিষয়টি লিখিতভাবে জানান। পরে পুলিশ এসে মোফাজ্জল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদেরকে দায়িত্ব পালন করতে হবে : বিচারপতি শাহীন

জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই : ডা. এজেডএম জাহিদ হোসেন

বগুড়া-নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়ায় উচ্ছেদকৃত জায়গায় বৃক্ষরোপণ

নওগাঁর রাণীনগরে ত্রিমোহনী হাটে বৃষ্টি নামলেই হাঁটু পানি