পীরগঞ্জে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তিন গোডাউন সিলগালা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুর জেলার পীরগঞ্জের চতরা হাটে বসুন্ধরা ব্রান্ডের ভেজাল গমের ভূষি রাখার অভিযোগে চতরা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক জিয়াউর রহমান জিয়া মন্ডলের ৩টি গোডাউন সিলগালা করেছে রংপুর বিএসটিআই প্রতিনিধি দল। আজ সোমবার (১০ জুন) প্রতিনিধি দল স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় থাকা গোডাউনের তালা খুলে পরিদর্শনের পর গোডাউন ৩টি সিলগালা করেন।
গত ৫ জুন, ওই প্রতিষ্ঠানে অভিযানসহ নিয়মিত মামলা দায়েরে আলামত জব্দে আসে রংপুর বিভাগীয় বিএসটিআই’র প্রতিনিধি দল। সে সময় স্থানীয় চতরা ইউপি’র চেয়ারম্যান এনামুল হক শাহিন ঢাকায় অবস্থান করছিল।
গত ৩ জুন ওই গোডাউনে ভেজাল গো-খাদ্য তৈরীর তথ্য ও ফুটেজ নিতে গিয়ে ৩জন সাংবাদিক হামলার শিকার হয়। সে সময় ঘটনাস্থলে পরিদর্শনে আসা পীরগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) তকী ফয়সাল তালুকদারের নির্দেশে গোডাউন সমুহে তালা লাগিয়ে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।
৫ জুন সার্ভিল্যান্স অভিযান পরিচালনার পরে জানানো হয়, জিয়াউর রহমান মন্ডল পীরগঞ্জে আলহাজ¦ কুদ্দুস ভিলার নীচতলায় একটি গোডাউনসহ আশে পাশের আরও ২টি গোডাউনে চাউলের কুড়া, ময়দা মিশিয়ে বসুন্ধরা কোম্পানীর বস্তায় ভরে তার বাবার প্রতিষ্ঠান মেসার্স তুনা-তিশা ট্রেডার্স‘র মাধ্যমে বাজারজাত করেছে।
আরও পড়ুনঅভিযানে উৎপাদনস্থল, সংরক্ষণস্থল এবং বিক্রয়স্থল তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং গত ৩ থেকে ৪ দিন ধরে বন্ধ আছে।
১ বছর ধরে জিয়া নকল গমের ভূষি উৎপাদন করে বাজারজাত করে আসছে। উল্লেখ্য, গত ৩ জুন প্রভাষক জিয়াউর রহমান জিয়া মন্ডলের ভেজাল গো-খাদ্য তৈরীর গোডাউনের তথ্য ও ফুটেজ নিতে গিয়ে মাইটিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, এশিয়ান টিভির পীরগঞ্জ প্রতিনিধি মিনহাজুল ইসলাম মিলন ও বায়ান্নর আলোর সংবাদদাতা মিফতাউল ইসলাম জিয়া মারপিটের শিকার হন। এ ঘটনায় মামলার পর পুলিশ জিয়ার শ্যালক জুয়েলকে গ্রেফতার করে।
মন্তব্য করুন