ভিডিও শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

রাজশাহীতে ভ্যানচালককে হত্যার দায়ে তিন আসামির যাবজ্জীবন

রাজশাহীতে ভ্যানচালককে হত্যার দায়ে তিন আসামির যাবজ্জীবন, প্রতীকী ছবি

রাজশাহী প্রতিনিধি : ভ্যানচালককে গলা কেটে হত্যার দায়ে রাজশাহীতে তিন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা করে। অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন বিচারক।

আজ রোববার (৯ জুন) দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার দন্ডপ্রাপ্ত তিন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

দন্ড পাওয়া তিন আসামি হলেন- রাজশাহীর চারঘাট উপজেলা সদর পৌরসভার আস্করপুর মহল্লার মিনারুল ইসলাম, মাসুদ রানা ও সাদিপুর মহল্লার জুলহাস ইমরুল কায়েস ওরফে জুয়েল। রায় ঘোষণার পর আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আসাদুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাটি ২০২০ সালের ৯ অক্টোবরের।

ওইদিন সন্ধ্যার পর চারঘাট উপজেলার পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের রাস্তার পাশে স্থানীয়রা ব্যাটারিচালিত ভ্যানচালক জালাল উদ্দিনকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নিহত জালালের গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামে। চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় জালালের ছেলে পরদিন থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৫ এপ্রিল আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এতে জানানো হয়, ব্যাটারিচালিত ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই জালালকে গলা কেটে হত্যা করা হয়েছে।
এ মামলায় আদালতে মোট ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় আজ রোববার (৯ জুন) বিচারক এ রায় ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়নাঘরও আন্তর্জাতিকভাবে নথিভুক্ত হবে: উপদেষ্টা আসিফ

লোটাস কামাল পরিবারের ১০৭ ব্যাংক অ্যাকাউন্টে ৮৫০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

রামুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বগুড়ার ধুনটে বিয়ের ভোজনে মাংস নিয়ে বিরোধে বর পক্ষের হামলায় ৬ জন আহত

ভোলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবকের মৃত্যু

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হলেন শাহজাহান মিয়া