ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

নিউজ ডেস্ক:  গাজীপুরের টঙ্গীতে স্টেশন রোডে ফায়ার সার্ভিস গেট সংলগ্ন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাফর উল্লাহ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মঙ্গলবার (২৯ অক্টোবার) রাত ১২টায় এ ঘটনা ঘটে।

নিহত জাফর উল্লাহ ফেনী জেলার করোচিয়া গ্রামের মৃত করিমুল্লাহর ছেলে। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় জানা যায়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন জাফর উল্লাহ। পথিমধ্যে ছিনতাইকারীরা তার পথরোধ করে গলা ও থুঁতনিতে ধারালো ছুরি দিয়ে আঘাত করে সব ছিনিয়ে নেয়। স্থানীয়রা আহত অবস্থায় জাফর উল্লাহকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। প‌রে হাসপাতা‌লে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে আরেক ছিনতাইকারী শাহিনকেও ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।   

আরও পড়ুন

গুরুতর আহত অবস্থায় এক ছিনতাইকারী বর্তমানে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। অপর ছিনতাইকারী শাহিন মিয়া (২২) পুলিশ হেফাজতে রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার আহমেদ বলেন, এ ঘটনায় আটক দুজনের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং অপরজন পুলিশের হেফাজতে রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

রিকশা চালিয়ে ঢাকা ছাড়লেন জার্মান রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের ছুরিকাঘাতে দুলাভাই খুন, জনতার হাতে শ্যালক আটক

বগুড়ার শিবগঞ্জে অপহৃতা কুলসুম গত ৫ মাসেও উদ্ধার হয়নি

বগুড়ার শেরপুরে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার