রংপুরের বদরগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ থানা পুলিশ ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর এলাকার বারোবিঘা গ্রামের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। এলাকার লোকজন জানিয়েছেন, দুপুরে ধানক্ষেতে ওই ব্যক্তির লাশ দেখে থানায় খবর দেয়া হয়।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ওসি আবু হাসান কবীর বলেন, লাশ থানা হেফাজতে রয়েছে। পরিচয় উদঘাটনের জন্য সিআইডি ও পিবিআই কাজ করছে।
আরও পড়ুনলাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে। ময়নাতদন্তের পরই তার মৃত্যুর কারণ জানা যাবে।
মন্তব্য করুন