ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

সরিষাবাড়ীতে শিয়ালের কামড়ে ৭ আহত 

সরিষাবাড়ীতে শিয়ালের কামড়ে ৭ আহত 

নিউজ ডেস্ক:  জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় শিয়ালের কামড়ে সাতজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কামড়ে আহত সবাই হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। 

আহতরা হলেন- পারভেজ মিয়া (২১), সেলিম রেজা (৪৫), কাঞ্চন মিয়া (৩০), সাপে বারিক (৪৫), রশিদ খান (৬০), মরিয়ম বেগম (৬০) ও শোভন মিয়া (১৪)। আহতরা সবাই উপজেলার মহাদান ইউনিয়ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

আহতরা জানান, সন্ধ্যার দিকে কয়েকটি শিয়াল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। এর মধ্যে একটি শিয়াল হঠাৎ মানুষের ওপর চড়াও হয়। এরপর থেকে শিয়ালটি ওই এলাকায় একজন নারীসহ সাতজনকে কামড়ে আহত করে। আহতদের মুখে,পা ও শরীরের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন রয়েছে। 

আরও পড়ুন

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার রবিউল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় শিয়ালের কামড়ে আহত হয়ে সাতজন রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে চারজন চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান। বাকি তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছিলো। সেখান থেকেও চিকিৎসা নিয়ে সবাই বাড়ি চলে গেছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার