কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে স্বপন কুমার (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাহালু রেলস্টেশনের পশ্চিম পাশে। স্বপন কুমার বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী গ্রামের তরণী কুমার দাসের ছেলে।
জানা গেছে, বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি কাহালু রেলস্টেশন অতিক্রম করার সময় ওই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই স্বপন মারা যান। তিনি কাহালু রেলস্টেশনের পাশে বসবাস করে জেলের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার রাতে উল্লেখিত স্থানে অসাবধানতাভাবে রেললাইন পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
কাহালু রেলস্টেশন মাস্টার সাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, কোন অভিযোগ না থাকায় স্বপনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।