ভিডিও

বিএনপির বহিষ্কৃত নেতা মন্টি গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৬:৫৩ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১২:১৭ রাত
আমাদেরকে ফলো করুন

বরিশাল মহানগর বিএনপির ১৭ ওয়ার্ডের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক সাগর উদ্দিন মন্টিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
 
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তার নিজ বাসা সদর রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির হোসেন বলেন, হামলা ভাঙচুর চাঁদাবাজির মামলায় আজ দুপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
 
এর আগে সাগর উদ্দিন মন্টির বিরুদ্ধে মামলা চাঁদাবাজির অভিযোগে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাসুদ বাবলু।
 
আর সেই মামলা তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।  তিনি বলেন, সাগর উদ্দিন মন্টির বিরুদ্ধে হামলা চাঁদাবাজির মালায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS