ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

সাভারে পোশাক শ্রমিক ও বহিরাগতদের সংঘর্ষে আহত ৩০

সাভারে পোশাক শ্রমিক ও বহিরাগতদের সংঘর্ষে আহত ৩০

নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় বহিরাগতদের হামলায় পোশাক শ্রমিক ও  পথচারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। 

শ্রমিকরা জানান, পোশাক কারখানাগুলো বন্ধ থাকায় কারখানার সামনে অবস্থান নেন তারা। এ সময় বহিরাগতরা লাঠিসোঁটা হাতে পোশাক শ্রমিকদের ওপর হামলা করেন। এতে তাদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম বলেন, লাঠিসোঁটার আঘাত পেয়ে হাসপাতালে এসে ৩০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজন ভর্তি রয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন

আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, সকালে বেশিরভাগ কারখানায় উৎপাদনকাজ শুরু হয়। তবে নিশ্চিন্তপুরে কয়েকটি পোশাক কারখানা ছুটি দিয়েছে। নরসিংহপুরে একটি পোশাক কারখানায় নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। পরে তা ঠিক হয়ে গেছে। 

তবে কতগুলো পোশাক কারখানা বন্ধ রয়েছে জানতে চাইলে তিনি বলেন, এখনো নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে অনেকগুলো পোশাক কারখানা আবার বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে। সেইসঙ্গে শ্রমিক বিক্ষোভের ঘটনায় আজকে দুইজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর সমাবেশ

ভারতকে ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসার আহ্বান পাকিস্তানের

আইভী গ্রেফতার

ঢাবির টিএসসি ও কলাভবন ক্যাফেটেরিয়ায় ২ টি পানির ফিল্টার স্থাপন

‘ব্যান, আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল যমুনা

যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবির বিষয়ে চুপ ভারত