ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ

কুষ্টিয়া জেলার ভেড়ামারায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাস শ্রমিকের মধ্যে দ্বন্দ্বের জের ধরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে অটোরিকশাচালকেরা মারধর করে এক বাস চালককে। তারপর থেকেই বন্ধ হয়ে যায় বাস চলাচল।

 

এদিকে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। গন্তব্যস্থলে পৌঁছাতে তাদের একমাত্র ভরসা ইজিবাইক ও ভ্যান। জরুরি কাজ ও চিকিৎসার জন্য অনেকেই কুষ্টিয়া পৌঁছাতে পারছে না। আবার ইজিবাইক যেতে চাইলেও সময় লাগছে বেশি। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

 

বাস চালক খোকন আলী জানান, সকালে কয়েকটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে গেলেও বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়ে। বিশেষ করে কুষ্টিয়ার মধ্যে খলিশাকুণ্ডি পার হলে বিভিন্ন জায়গায় ব্যারিকেড সৃষ্টি করেছে অটোরিকশাচালকেরা। নিরাপত্তা না থাকায় বাস চলাচল বন্ধ রয়েছে। রুট পারমিট ছাড়াও অটোরিকশাচালকেরা সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। অথচ বাস চলাচল করতে পারছে না। এখন উভয় জেলার প্রশাসনের বিষয়। সড়কে নিরাপত্তা পেলেই বাস চলাচল শুরু হবে।

আরও পড়ুন

এ বিষয়ে মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান জানিয়েছেন, ‘বিষয়টি কুষ্টিয়া প্রশাসনের ব্যাপার। তারা কি করছে আমাদের জানা নেই। তবে কুষ্টিয়া প্রশাসন ও বাস মালিকেরা বসে বিষয়টি সমাধান করতে পারেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরু হয়েছে তাজিয়া মিছিল

খিলক্ষেতে কাভার্ড ভ্যান চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত

যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক

গত ১৫ বছরের সাংবাদিকতা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে : প্রেস সচিব

সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০