ভিডিও

ভ্যান চুরির অভিযোগে কুপিয়ে হত্যা

প্রকাশিত: সেপ্টেম্বর ০৪, ২০২৪, ০৩:০৩ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০৪, ২০২৪, ০৩:০৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  খুলনার খানজাহান আলী থানার যোগিপোল এলাকায় ভ্যান চুরির অভিযোগে সিরাজ হাওলাদার (৪০) নামে একজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দিদার সরদার নামে আরও একজন।

বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ ভোরে যোগিপোল এলাকায় ধরা পড়েন দিদার। তাকে এলাকাবাসী গণধোলাই দিলে তিনি জানান তার সঙ্গে সিরাজও ছিলেন। এসময় উত্তেজিত এলাকাবাসী সিরাজের ঘরের দরজা ভেঙে তাকে ধরে এনে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

নিহত সিরাজের স্ত্রী সুমি জানান, তার স্বামী চুরি করতে যাননি। তিনি নিজে ভ্যান চালান। তাকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান বলেন, ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS