ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

গরুর হাট অপসারণের দাবিতে সড়ক অবরোধ

গরুর হাট অপসারণের দাবিতে সড়ক অবরোধ

নিউজ ডেস্ক:  মাগুরায় স্কুল মাঠ থেকে গরুর হাট অপসারণের দাবিতে মাগুরা-যশোর সড়কের সিমাখালি বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সড়ক অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান, সিমাখালি স্কুল অ্যান্ড কলেজের মাঠে দীর্ঘ দিন ধরে গরু ছাগলসহ নানা পণ্যের হাট বসে আসছে। যে কারণে শিক্ষার্থীদের মাঠটি ব্যবহার করতে অসুবিধা হচ্ছিল। দীর্ঘ দিন ধরে হাটটি অন্যত্র সরিয়ে নেয়ার দাবি জানাচ্ছিল শিক্ষক-শিক্ষার্থীরা। কিন্তু বিভিন্ন সময় হাট অপসারণের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন না হওয়ায় অবরোধের ডাক দেওয়া হয়।

আরও পড়ুন

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারী বলেন, স্কুল মাঠ থেকে গরুর হাট সরিয়ে নেওয়ার জন্য সড়ক অবরোধ করা হয়েছিল। এর ফলে যানজটের সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলে হাটটি অন্যত্রে সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ার পর তারা অবরোধ তুলে নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিটফোর্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

কিসাসই এসব কসাইয়ের সমাধান: আহমাদুল্লাহ 

ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বিমানে বোমা

‘জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি’

দায় এড়ানোর রাজনীতি করি না: যুবদল সভাপতি

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি আলকারাজ-সিনার