ভিডিও শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

প্রকাশ : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৫:২৪ বিকাল

গোসলঘরে রাখা ঠিক নয় যে সৌন্দর্যপণ্য

গোসলঘরে রাখা ঠিক নয় যে সৌন্দর্যপণ্য

হাতের কাছে না থাকলে অনেকেরই সময় করে ত্বক বা চুলের চর্চা করা হয় না। আবার কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় সাজসজ্জার সামগ্রী সামনে না থাকলে সাজাও হয় না। তাই গোসল ঘরের বড় আয়নার সামনেই সৌন্দর্যপণ্য রাখেন অনেকে।

অর্থাৎ মুখের যত্ন, চুলের যত্ন, মেইকআপ সবই যেন হাতের কাছেই থাকে, উদ্দেশ্য এমন হলেও বাথরুমের তাপ, ভাপ ও আর্দ্রতা অনেক সৌন্দর্যপণ্যের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে।

তাই সেগুলো বাথরুম রাখা মোটেও উচিত নয় বলে মত দেন, জারা'স বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস সেন্টারের প্রধান ও রূপ বিশেষজ্ঞ ফারজানা রুমি।

সুগন্ধি কেন বাথরুমে রাখা যাবে না

সুগন্ধি বোতল বাথরুমের তাক বা আয়নার সামনে রাখা খুব সাধারণ একটি অভ্যাস।

তবে এই রূপবিশারদের মতে, “উষ্ণ বাতাস সুগন্ধির মূল ঘ্রাণ নষ্ট করে দিতে পারে৷ তাপ ও আর্দ্রতার কারণে সুগন্ধির ভেতরের উপাদান ভেঙে যায়, ফলে গন্ধ বদলে যেতে পারে বা পুরোপুরি নষ্টও হয়ে যেতে পারে।”

দীর্ঘদিন ভালো রাখতে চাইলে সুগন্ধি অন্ধকার ও ঠাণ্ডা জায়গায়, যেমন- আলমারির ড্রয়ারে বা বাক্সের ভেতর সংরক্ষণ করাই নিরাপদ।

নেইল পলিশ ঘন হয়ে যাওয়ার কারণ

বাথরুমের আর্দ্র পরিবেশ নেইল পলিশ জমিয়ে দিতে পারে। তাপমাত্রার ওঠানামায় পলিশ দ্রুত ঘন হয়ে যায় ও দলা পাকতে শুরু করে। আর আলোতে দীর্ঘদিন থাকলে রংও ফিকে হয়ে যেতে পারে।

তাই নেইল পলিশের বোতল সোজা করে ঠাণ্ডা ও অন্ধকার জায়গায় রাখা উচিত, যাতে রং ও মান দুটোই ঠিক থাকে।

ভিটামিন সি সেরাম যে কারণে দ্রুত নষ্ট হয়

ত্বক উজ্জ্বল রাখতে ভিটামিন সি সেরাম এখন প্রচলিত। তবে এর উপাদান খুব সহজেই অক্সিজেন, আলো ও তাপে নষ্ট হতে পারে।

বাথরুমের গরম ও আর্দ্র পরিবেশে রাখলে সেরামের কার্যকারিতা কমে যায়।

ফারজানা রুমির পরামর্শ হল- এটি ড্রয়ারে বা মূল বাক্সে রেখে ব্যবহার করা।

সূর্যরোধী ক্রিমের কার্যকারিতা কমে যায়

সূর্যরোধী ক্রিম বা সানস্ক্রিন ত্বককে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত তাপে এর ভেতরের উপাদান ভেঙে যেতে পারে।

আরও পড়ুন

বাথরুমের মতো গরম জায়গায় রাখলে সূর্যরোধী ক্রিম তার সুরক্ষা ক্ষমতা হারাতে পারে। বাইরে যাওয়ার আগে মনে রাখার সুবিধার জন্য দরজার কাছের ড্রয়ার বা আলমারিতে সানস্ক্রিন রাখা ভালো।

ফেইস মাস্কে জীবাণুর ঝুঁকি

শিট মাস্ক বা জেলজাত মাস্ক বাথরুমে রাখলে সেগুলো দ্রুত আঠালো ও অস্বস্তিকর হয়ে যেতে পারে। আর্দ্র পরিবেশে এগুলোর সতেজতাও নষ্ট হয়।

ঠাণ্ডা জায়গায়, বিশেষ করে ফ্রিজে রাখলে উপাদান ভালো থাকে এবং ব্যবহারেও আরামদায়ক অনুভূতি দেয়।

মেইকআপ ব্রাশ ও স্পঞ্জে ব্যাক্টেরিয়া

বাথরুমের ভেজা বাতাস মেইকআপ ব্রাশ ও স্পঞ্জকে জীবাণুর স্থান বানিয়ে ফেলে। ধোয়ার পর বাথরুমেই শুকাতে দিলে ভেতরে আর্দ্রতা থেকে যায়, যা ব্যাক্টেরিয়া বৃদ্ধির জন্য একেবারেই আদর্শ।

ধোয়ার পর খোলা ও শুকনা জায়গায় ভালোভাবে শুকিয়ে নিয়ে বাতাস চলাচল করে এমন পাত্রে রাখা উচিত।

মেইকআপ পণ্যের ক্ষতি

পাউডার, ব্লাশ বা আইশ্যাডোর মতো মেইকআপ পণ্য আর্দ্রতা পেলে ফেটে যায়, শক্ত হয়ে যায় বা গুঁড়া গুঁড়া হয়ে পড়ে।

বাথরুমের পরিবেশ এসব পণ্যের স্থায়িত্ব অনেকটাই কমিয়ে দেয়। ঠাণ্ডা ও শুষ্ক ড্রয়ারে রাখলে মেইকআপ অনেক দিন ব্যবহারযোগ্য থাকে।

চুলের যন্ত্রপাতির আয়ু কমে যায়

হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার বা কার্লারের মতো যন্ত্রপাতি বাথরুমে রাখা খুবই ঝুঁকিপূর্ণ। ভেজা বাতাসে এগুলোর ভেতরের যন্ত্রাংশে চাপ পড়ে এবং নষ্ট হতে পারে।

পাশাপাশি ভেজা হাতে প্লাগ ব্যবহারে বা পানি লাগলে বৈদ্যুতিক শকের ঝুঁকিও থাকে।

তাই ব্যবহারের পর যন্ত্র ঠাণ্ডা হলে শোবার ঘরের ড্রয়ারে বা আলাদা কভারের মধ্যে সংরক্ষণ করাই নিরাপদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসলঘরে রাখা ঠিক নয় যে সৌন্দর্যপণ্য

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে অস্ট্রেলিয়া

নতুন ব্যবসায় নামলেন তামান্না ভাটিয়া

বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের হুইল চেয়ার দিলেন ডা. জুবাইদা রহমান

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

আমি সবাইকে পরিচয় করালাম আমাকে পরিচয় করাবে কে- তারেক রহমান